তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
azadi ka amrit mahotsav

প্রচার মাধ্যম ও বিনোদন (এম অ্যান্ড ই) শিল্পের বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করার প্রতি দৃষ্টি ভারত সরকারের

প্রচার মাধ্যম ও বিনোদন ক্ষেত্রের প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের মধ্যে সম্পর্ক রয়েছে এবং তা আমাদের অর্থনীতিতে বহুগুণে বৃদ্ধি পেয়েছে : আই অ্যান্ড বি সচিব শ্রী সঞ্জয় জাজু

Posted On: 05 MAR 2024 8:34PM by PIB Agartala

নয়াদিল্লি,  মার্চ২০২৪৷৷ আজ মুম্বাইয়ে এফআইসিসিআই তথা ফিকি ফ্রেমসের ২৪তম সংস্করণ শুরু হয়েছে। উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন মহারাষ্ট্র সরকারের দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী মঙ্গল প্রভাত লোধা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু, অভিনেত্রী শ্রীমতী রানী মুখোপাধ্যায়, ফিকি’র সহ-সভাপতি শ্রী অনন্ত গোয়েঙ্কা, মিডিয়া ও বিনোদন (এমএন্ডই) কমিটির ফিকির চেয়ারম্যান শ্রী কেভিন ভাজ এবং এভিজিসি-র ফিকি’র চেয়ারম্যান শ্রী আশীষ কুলকার্নি।

মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে সম্মেলনে অংশগ্রহণকারী সকলকে স্বাগত জানিয়ে শ্রী মঙ্গল প্রভাত লোধা বলেন, ভারতের মতো তরুণ জাতির জন্য আগামী দিনে দক্ষতা ও পুনঃ দক্ষতা সর্বাধিক গুরুত্ব পাবে এবং দক্ষতা খাতে শিল্পের সহায়তার আহ্বান জানান তিনি এবং বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর 'বিকশিত ভারত'-এর স্বপ্ন বাস্তবায়িত নির্ভর করছে সকলের সম্মিলিত অবদানের উপর।

 

এই উপলক্ষে বিশেষ ভাষণ দিতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু বলেন, ভারত সরকার আমাদের সমাজ গঠনে, আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করতে এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে প্রতিফলিত করতে এম অ্যান্ড ই বিভাগ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা স্বীকৃতি দিয়েছে। এই শিল্পটি তার সৃজনশীলতা, উদ্ভাবন, সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য বিখ্যাত এবং এটি কেবল আমাদের জাতির জন্যই নয়, বিশ্বের জন্যও আলোকবর্তিকা হিসাবে কাজ করে। এই ক্ষেত্রটি ভারতীয় জীবনের বৈচিত্র্যময় ট্যাপেস্ট্রির সাথে গভীরভাবে অনুরণিত হয় এবং এটি সীমানা অতিক্রম করে এবং আমাদের মতো বৈচিত্র্যময় দেশের জন্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে তোলে বলে উল্লেখ করেন তিনি৷

তথ্য ও সম্প্রচার সচিব শ্রী সঞ্জয় জাজু আরও বলেন, এমঅ্যান্ডই একটি অনন্য বিভাগ যার মধ্যে বৃদ্ধি এবং কর্মসংস্থানের তীব্রতা রয়েছে এবং একই সাথে এটি সেক্টরে ঘটে যাওয়া বিঘ্নের দৃষ্টিকোণ থেকে একটি সূর্যোদয়ের ক্ষেত্র। এই খাতটি আমাদের অর্থনীতির বহুগুণ ত্বক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তিনি৷

তথ্য ও সম্প্রচার সচিব বলেন, ভারত বর্তমানে ডিজিটাল রূপান্তরের একটি পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে, এমএন্ড ও ই সেক্টরেও দ্রুত পরিবর্তন দেখা যাচ্ছে যা অনলাইন মিডিয়া সামগ্রীর সহজলভ্যতার সাথে ঘটছে। ইন্টারনেটে সামগ্রীর উপলদ্ধতা দেশের প্রতিটি কোণে মোটামুটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন এবং ডেটা উপলব্ধতার সাথে এসেছে। ডিজিটাল পরিকাঠামো সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, ভারতে ৯০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী, ৬০ কোটি+ স্মার্টফোন এবং ৪ কোটি+ সংযুক্ত টিভি রয়েছে।

 

গত বছরের এফআইসিসিআই-আর্নস্ট অ্যান্ড ইয়ং রিপোর্ট অনুসারে ভারতের এম অ্যান্ড ই সেগমেন্টের আকার ২ লক্ষ কোটি টাকার কাছাকাছি বলে অনুমান করা হচ্ছে। এই প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার সচিব আরও জানান যে, ডিজিটাল মিডিয়া বিভাগে বছরে ৩০ শতাংশ "বিশাল" বৃদ্ধি দেখা যাচ্ছে। আসল পরিবর্তনটি ওটিটি বিভাগের বৃদ্ধির সাথে এসেছে। তিনি বলেন, আমাদের দেশে প্রায় ৬০টি ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, যার মধ্যে অনেকগুলি আঞ্চলিক ভাষায়। বর্তমানে ভারতে ওটিটি সেগমেন্টের মূল্য ১০ হাজার কোটি টাকা। আমাদের দেশে বিষয়বস্তু বৃদ্ধির কারণে এই বিভাগটি বিদেশী বিনিয়োগও আকর্ষণ করছে। ভারতের ওটিটি কনটেন্টের জন্য অনেক দেশ শীর্ষ আন্তর্জাতিক বাজার হয়ে উঠছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব।  তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব বলেন, "এই সমস্ত তথ্য এম অ্যান্ড ই সেক্টরকে ভারতের সফল পাওয়ার এবং বিভিন্ন দেশের মধ্যে ভারতের উত্থানের প্রধান অবদানকারী হিসাবে দেখার পথ প্রশস্ত করছে"।

তিনি বলেন, আমাদের এগিয়ে যাওয়ার সাথে সাথে, ভারত সরকারের দৃষ্টি নিবদ্ধ হচ্ছে শিল্পের বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা। তথ্য ও সম্প্রচার মাধ্যমের সচিব শ্রী সঞ্জয় জাজু বলেন, গণমাধ্যম ও বিনোদন ক্ষেত্রের উন্নয়নে ভারত সরকার ও রাজ্য সরকারগুলি অনেক উদ্যোগ গ্রহণ করেছে, যেমন সিনেমাটোগ্রাফ আইনের সংশোধনী, তথ্য প্রযুক্তি মধ্যস্থতাকারী নির্দেশিকা, ডিজিটাল মিডিয়া এথিক্স কোড (বিধি), ডিটিএইচ ক্ষেত্রে কেবল ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সীমা বাড়ানো ইত্যাদি। টিভি সম্প্রচার ক্ষেত্রে অনেক সংস্কার আনা হয়েছে, যেমন আপলিঙ্কিং এবং ডাউনলিঙ্কিং নির্দেশিকা যা সহজে ব্যবসা করা এবং মেনে চলা সহজ করে তোলে। 

আই অ্যান্ড বি সেক্রেটারি বলেন, জাতীয় অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং এবং কমিক্স (এভিজিসি) নীতি এখন তার উন্নত পর্যায়ে রয়েছে এবং এটি "বিশ্বের জন্য ভারতে তৈরি করুন" এর একটি গুরুত্বপূর্ণ উপাদান।  তিনি আশ্বাস দিয়েছেন যে শিল্পের অংশীদারদের কাছ থেকে ইনপুট নিয়ে খসড়া করা এভিজিসি নীতিটি বিনিয়োগকে সহজতর করবে, উদ্ভাবনকে উৎসাহিত করবে, দক্ষতা বিকাশ নিশ্চিত করবে, বৌদ্ধিক সম্পত্তি রক্ষা করবে এবং বিশ্বমানের পরিকাঠামো তৈরিতে সহায়তা করবে। আই অ্যান্ড বি মন্ত্রক এভিজিসি এবং এক্সটেন্ডেড রিয়েলিটি সেক্টরের জন্য একটি জাতীয় উৎকর্ষ কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও করেছে যা এই বিভাগের জন্য একটি বিশ্বমানের প্রতিভা পুল তৈরি করবে এবং ইনকিউবেশন সেন্টার স্থাপনের অনুমতি দেবে এবং শিল্পকে দিকনির্দেশনা দেবে।

তথ্য ও সম্প্রচার সচিব আরও জানান, সম্প্রতি ভারতে শুটিংয়ের জন্য বিদেশি চলচ্চিত্র নির্মাতাদের প্রণোদনা দেওয়ার জন্য একটি প্রকল্প ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, বড় বাজেটের আন্তর্জাতিক ছবি যাতে আমাদের দেশে আসে তার জন্য ভারত একাধিক দেশের সঙ্গে যৌথ প্রযোজনার চুক্তি করেছে। এটি কেবল বিনিয়োগই আনবে না, আন্তঃদেশীয় সংযোগ তৈরি করবে এবং আমাদের সফট পাওয়ার প্রদর্শনে অনুপ্রাণিত করবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রক আইএফএফআই, এমআইএফএফ ইত্যাদির মতো চলচ্চিত্র উৎসবেরও আয়োজন করে এবং ভারতের এম অ্যান্ড ই সেক্টরকে প্রচার করতে এবং আমাদের সিনেমাটিক সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরতে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। তথ্য ও সম্প্রচার সচিব বলেন, মন্ত্রকের অনেকগুলি আঞ্চলিক চলচ্চিত্র উৎসব রয়েছে যা মূলধারার দ্বারা অস্পৃশ্য রয়েছে এমন অঞ্চলগুলিতে তৃণমূল স্তরে চলচ্চিত্র নির্মাণ, চলচ্চিত্র দেখা এবং এমএন্ডই সামগ্রী গ্রহণের সংস্কৃতি প্রচারে সহায়তা করে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী জাজু আরও বলেন, ফিকি ফ্রেমস-এর মতো সম্মেলনগুলি ভারতকে এম অ্যান্ড ই বিভাগে বিশ্বের শীর্ষস্থানীয় করে তুলবে এবং আমাদের দেশে বহুগুণ প্রভাব আনবে এবং অর্থনৈতিক উন্নয়নকে উন্নীত করবে।

অভিনেত্রী রানী মুখার্জি বলেছেন, ফিকি ফ্রেমস ২০২৪ একটি সদা পরিবর্তনশীল মিডিয়া এবং বিনোদন শিল্পের জন্য এজেন্ডা নির্ধারণ করেছে। তিনি বলেন, "মহামারী আমাদের দর্শকদের সাথে সংযোগ স্থাপনের উপায়গুলি মানিয়ে নিতে, উদ্ভাবন করতে এবং পুনরায় কল্পনা করতে বাধ্য করেছে। ভোক্তাদের পছন্দগুলি বিকশিত হওয়ার সাথে সাথে অনন্য এবং উদ্ভাবনী সামগ্রী সরবরাহের জন্য ক্রমবর্ধমান চাহিদা রয়েছে।

ফিকি-ইওয়াই রিপোর্ট 'রিইনভেন্ট' - ভারতের মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট সেক্টর ইনোভিং ফর দ্য ফিউচারও এই অনুষ্ঠানে প্রকাশ করা হয়।

পূর্ববর্তী বছরগুলির মতো, ফিকি ফ্রেমস ২০২৪ তিন দিনের জন্য শিল্প ব্যক্তিত্ব, প্রভাবশালী এবং নীতি নির্ধারকসহ এম অ্যান্ড ই অংশীদারদের মধ্যে যোগাযোগ এবং বিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করবে। এই সম্মেলনটি ভারত এবং বিদেশ থেকে শিল্পের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিত্বকারী ৪০০,০০০ জন  পেশাদারদের একত্রিত করেছে।

 ****

SKC/DM/KMD


(Release ID: 2011752) Visitor Counter : 60


Read this release in: English