প্রধানমন্ত্রীর দপ্তর
উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়কের জন্ম বার্ষিকীতে প্রধানমন্ত্রী শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন
Posted On:
05 MAR 2024 3:07PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৫, মার্চ ২০২৪।। উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়কের জন্ম বার্ষিকীতে প্রধানমন্ত্রী শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
শ্রী মোদী বলেছেন, কিংবদন্তি বিজু পট্টনায়ক জি-র দিকদর্শনকারী নেতৃত্ব ও অদম্য উদ্দীপনা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।
একটি এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন;
“আমি কিংবদন্তি বিজু পট্টনায়ক জি-র জন্ম বার্ষিকীতে প্রধানমন্ত্রী শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। দিকদর্শনকারী নেতৃত্ব ও অদম্য উদ্দীপনা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। তাঁর দিকদর্শনকারী নেতৃত্ব ও অদম্য উদ্দীপনা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। আমাদের দেশের প্রতি তাঁর অবদান ও উন্নয়নের প্রতি তাঁর অপরিশোধ্য অঙ্গিকার দৃষ্টান্তমূলক। আজ এই বিশেষ দিনটিতে আমি চান্দিখোলে নানাবিধ প্রকল্পের উদ্বোধন করতে উড়িষ্যার জনগণের মাঝে থাকার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। এ ছাড়াও আমি উড়িষ্যা বিজেপি @BJP4Odisha আয়োজিত জনসভায় ভাষণ দেব।”
***
SKC/SRC/KMD
(Release ID: 2011576)
Visitor Counter : 77