রাসায়নিক ও সার মন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রিসভা খরিফ মরসুম, ২০২৪ (01.04.2024 থেকে 30.09.2024 পর্যন্ত) এর জন্য ফসফেটিক এবং পটাসিক (পি অ্যান্ড কে) সারের উপর পুষ্টি ভিত্তিক ভর্তুকির (এনবিএস) হার অনুমোদন করেছে এবং এনবিএস প্রকল্পের আওতায় ৩ টি নতুন সার গ্রেড অন্তর্ভুক্ত করেছে
Posted On:
01 MAR 2024 10:32AM by PIB Agartala
নয়াদিল্লি: ২৯ ফেব্রুয়ারী ২০২৪।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ফসফেটিক এবং পটাসিক (পিএকে) সারের উপর খরিফ মরশুম, ২০২৪ (০১.০৪.২০২৪ থেকে ৩০.০৯.২০২৪ পর্যন্ত) পুষ্টি ভিত্তিক ভর্তুকির হার (এনবিএস) হার স্থির করা এবং এনবিএস প্রকল্পের আওতায় ৩টি নতুন সার গ্রেড অন্তর্ভুক্ত করার জন্য সার বিভাগের প্রস্তাব অনুমোদিত হয়েছে। খরিফ মরসুম ২০২৪ এর জন্য সম্ভাব্য বাজেটের প্রয়োজন হবে প্রায় ২৪,৪২০ কোটি টাকা।
বেনিফিট:
ভর্তুকিযুক্ত, সাশ্রয়ী ও ন্যায্যমূল্যে কৃষকদের সারের প্রাপ্যতা নিশ্চিত করা হবে।
সার ও উপকরণের আন্তর্জাতিক দামের সাম্প্রতিক প্রবণতার পরিপ্রেক্ষিতে পি অ্যান্ড কে সারের উপর ভর্তুকি যৌক্তিকীকরণ।
এনবিএসে তিনটি নতুন গ্রেডের অন্তর্ভুক্তি সুষম মাটির স্বাস্থ্যের উন্নয়নে সহায়তা করবে এবং মাটির প্রয়োজন অনুসারে মাইক্রো-নিউট্রিয়েন্টযুক্ত সারগুলি বেছে নেওয়ার জন্য ফ্রেমারদের বিকল্প সরবরাহ করবে।
বাস্তবায়ন কৌশল ও লক্ষ্যমাত্রাঃ
সাশ্রয়ী মূল্যে কৃষকদের কাছে এই সারের মসৃণ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য খরিফ ২০২৪ (০১-০৪-২০২৪ থেকে ৩০-০৯-২৪ পর্যন্ত প্রযোজ্য) এর অনুমোদিত হারের ভিত্তিতে (P&K) সারের উপর সাশ্রয়ী মূল্যে আরএস ভর্তুকি প্রদান করা হবে।
প্রেক্ষাপট:
সরকার সার উৎপাদক/আমদানিকারকদের মাধ্যমে কৃষকদের ভর্তুকি মূল্যে ২৫ গ্রেডের পি অ্যান্ড কে সার সরবরাহ করছে। পি অ্যান্ড কে সারের ভর্তুকি ০১-০৪-২০১০ থেকে এনবিএস স্কিম দ্বারা পরিচালিত হয়। কৃষকবান্ধব দৃষ্টিভঙ্গি অনুসারে, সরকার কৃষকদের কাছে সুলভ মূল্যে (P&K) সারের প্রাপ্যতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সার ও ইনপুট যেমন ইউরিয়া, ডিএপি, এমওপি এবং সালফারের আন্তর্জাতিক দামের সাম্প্রতিক প্রবণতার পরিপ্রেক্ষিতে, সরকার খরিফ ২০২৪ এর জন্য ফসফেটিক এবং পটাসিক (পি অ্যান্ড কে) সারের উপর ০১-০৪-২৪ থেকে ৩০-০৯-২৪ পর্যন্ত কার্যকর এনবিএস হার অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে। সরকার এনবিএস প্রকল্পের আওতায় ৩ টি নতুন সার গ্রেড অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সার সংস্থাগুলিকে অনুমোদিত এবং বিজ্ঞাপিত হার অনুযায়ী ভর্তুকি সরবরাহ করা হবে যাতে কৃষকদের কাছে সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ করা যায়।
*****
SKC/TD/KMD
(Release ID: 2010479)
Visitor Counter : 62