প্রতিরক্ষামন্ত্রক
জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর মহানির্দেশকের পশ্চিমবঙ্গ ও সিকিম ডায়রেক্টরেট সফর
Posted On:
28 FEB 2024 7:30PM by PIB Kolkata
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী (এনসিসি)-র মহানির্দেশক লেঃজেঃ গুরবীরপল সিং পিভিএসএম, এভিএসএম, ভিএসএম পশ্চিমবঙ্গ ও সিকিম ডায়রেক্টরেট - এর এনসিসি শাখা ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঘুরে দেখেন।
পশ্চিমবঙ্গ ও সিকিমে এনসিসি-র ক্ষমতায়নের জন্য চলতি পদক্ষেপগুলি সম্পর্কে মহানির্দেশককে বিস্তারিত জানানো হয়। দেশ গঠনের জন্য যুবশক্তির ক্ষমতায়নে বর্তমানে এই দুই রাজ্যে লক্ষাধিক তরুণ-তরুণীর নাম নথিভুক্ত করেছেন। মহানির্দেশক এই দুই রাজ্যে এনসিসি শাখাগুলি সফরের সময় এখানকার কাজকর্ম ও প্রশিক্ষণ ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার্থীদের যথাযথভাবে প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেন।
পশ্চিমবঙ্গ ও সিকিম সফরের জন্য মহানির্দেশককে ধন্যবাদ জানান। এই শাখার অতিরিক্ত মহানির্দেশক এনসিসি-র সম্প্রসারণের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার অনুমোদন দিয়েছে। এনসিসি শাখার বেলুরমঠ ও দক্ষিণেশ্বর সফর নিয়েও আলোচনা হয়।
মহানির্দেশক এনসিসি ক্লাব হাউসে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও কর্মীদের উদ্দেশে ভাষণ দেন। অভাবনীয় সাফল্যের জন্য মহানির্দেশক লক্ষ্মী শর্মা, পমি ভক্ত এবং মধুমিতা মান্নাকে পুরস্কার প্রদান করেন।
PG/PM/SB…
(Release ID: 2010063)