প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের ডিন্ডোরিতে পথ দুর্ঘটনায় জীবন হানির কারণে শোক প্রকাশ করেছেন

प्रविष्टि तिथि: 29 FEB 2024 12:56PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি ২০২৪।।  প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের দিনদোরি জেলায় পথ দুর্ঘটনার কারণে জীবন হানির বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

এ ছাড়াও শ্রী মোদী  এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

এক্স-এ প্রধানমন্ত্রী পোস্ট করেছেন;

“মধ্যপ্রদেশের দিনদোরিতে ঘটিত সড়ক দুর্ঘটনা অত্যন্ত দুঃখদায়ক। আমার সংবেদনা শোকাকুল পরিজনদের সাথেই রয়েছে। এই সাথে আমি আহত লোকজনদের দ্রুত আরোগ্য কামনা করছি। রাজ্য সরকারের তত্বাবধানে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে নিয়োজিত রয়েছে: PM @narendramodi”

*****

SKC/SRC


(रिलीज़ आईडी: 2010053) आगंतुक पटल : 100
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English