উপ-রাষ্ট্রপতির সচিবালয়

"আইনের চোখে সমতা না থাকলে কোনও গণতন্ত্রই টিকে থাকতে পারে না, উন্নতি করতে পারে না এবং প্রস্ফুটিত হতে পারে না": উপরাষ্ট্রপতি

প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সরকারি চাকরির বেপরোয়া পিছু ধাওয়া থেকে যুবকদের বেরিয়ে আসতে উপরাষ্ট্রপতির আহ্বান

দেশে ইকোসিস্টেম তৈরি করতে তরুণরা তাদের স্বপ্নকে আকাঙ্ক্ষা ও বাস্তবায়িত করতে পারে: উপরাষ্ট্রপতি

"বিশ্বব্যাপী প্রতিকূলতা এবং চ্যালেঞ্জ সত্ত্বেও, ভারত বিনিয়োগের একটি উজ্জ্বল বিন্দু এবং সুযোগের ভূমি": উপরাষ্ট্রপতি

অ্যাক্ট ইস্ট নীতি উত্তরপূর্বের জন্য রূপায়িত হয়েছে: উপরাষ্ট্রপতি

মিজোরাম বিশ্ববিদ্যালয়ের ১৮তম সমাবর্তনে ভাষণ দেন উপরাষ্ট্রপতি

Posted On: 26 FEB 2024 9:29PM by PIB Agartala

নয়াদিল্লি ২৬ ফেব্রুয়ারি ২০২৪।। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, "আইনের সামনে সমতা না থাকলে কোনও গণতন্ত্র বাঁচতে পারে না, কোনও গণতন্ত্র প্রস্ফুটিত হতে পারে না"। মিজোরাম বিশ্ববিদ্যালয়ের অষ্টাদশ সমাবর্তন অনুষ্ঠানে শ্রী ধনখড় বলেন, এখন আইনের চোখে সমতা বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে এবং যাঁরা নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করতেন, তাঁরা আইনের মুঠোয় রয়েছেন।

উপরাষ্ট্রপতি যুব সমাজকে গতানুগতিক পথ পরিত্যাগ করার আহ্বান জানান। তিনি বলেন, 'প্রতিযোগিতামূলক পরীক্ষার দৌড় ও সরকারি চাকরির পেছনে বেপরোয়া ভাবে ছোটা থেকে  তরুণদের বেরিয়ে আসতে হবে। তিনি তাদের ভিন্নভাবে চিন্তা করতে, তাদের মনের ধারণাগুলি বাস্তবায়ন করতে এবং ব্যর্থতাকে ভয় না করার জন্য অনুপ্রাণিত করেন কারণ "ব্যর্থতাও  সাফল্যের একটি পদক্ষেপ"। 

দেশে সক্ষম বাস্তুতন্ত্রের কথা উল্লেখ করে উপরাষ্ট্রপতি জোর দিয়ে বলেন যে, এখন যুবকরা তাদের স্বপ্নের আকাঙ্ক্ষা করতে পারে, তাদের স্বপ্নকে সফল করতে পারে এবং তাদের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারে। তিনি আরও বলেন যে এখন পাওয়ার করিডোরগুলিকে  ক্ষমতার দালালদের হাত থেকে  স্যানিটাইজ করা হয়েছে এবং যার জন্য এখন স্বচ্ছভাবে নিয়োগ করা হয়। 

দেশে বিনিয়োগের পরিবেশের প্রতি দৃষ্টি আকর্ষণ করে  উপরাষ্ট্রপতি শ্রী ধনখড় আরও বলেন, "বিশ্বব্যাপী প্রতিকূলতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও ভারত বিনিয়োগের এক উজ্জ্বল বিন্দু এবং সুযোগের দেশ"। দেশের উন্নয়ন অভিযাত্রার কথা উল্লেখ করে তিনি বলেন, এক ভঙ্গুর অর্থনীতি থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি রুপান্তরিত হয়েছে  ও ক্রয়ক্ষমতার সমতার দিক থেকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে রূপান্তরিত হচ্ছে দেশ। 

প্রশাসনের ক্ষেত্রে যুবসমাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে  উপরাষ্ট্রপতি যুবকদের বিকশিত Bharat@2047 ম্যারাথন মার্চে পুরোপুরি অংশ নিতে অনুপ্রাণিত করেন। তিনি তাদের বাবা-মা, গুরুজনদের সর্বদা সম্মান করার এবং তাদের মধ্যে  বন্ধুত্বকে মজবুত  করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিজোরামের রাজ্যপাল ডঃ হরি বাবু কাম্ভামপতি, মিজোরামের মুখ্যমন্ত্রী শ্রী পি ইউ লালডুহোমা,  লখনউয়ের বিবিএ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন আচার্য অধ্যাপক প্রকাশ বার্তুনিয়া, মিজোরাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিবাকর চন্দ্র ডেকা, মিজোরাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক লালনুনডাঙ্গা, বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

****

SKC/TD/KMD



(Release ID: 2009252) Visitor Counter : 37


Read this release in: English