উপ-রাষ্ট্রপতির সচিবালয়

কার্যনির্বাহী বিভাগকে আলোকিত করতে আইনসভাগুলোকে নির্ণায়ক ভূমিকা নিতে হবে : আহ্বান জানিয়েছেন উপরাষ্ট্রপতি

এমন নীতি উদ্ভাবন করুন যা যুবকদের জন্য বিভিন্ন সুযোগের পুরোপুরি সুবিধা নিতে সহায়তা করে, মিজোরাম বিধানসভার সদস্যদের: উপরাষ্ট্রপতি

মিজোরাম বিধানসভার সদস্যরা যে শৃঙ্খলা ও শিষ্টাচার দেখিয়েছেন তা অনুকরণীয়, প্রশংসা করলেন উপরাষ্ট্রপতি

নারী নেতৃত্বাধীন উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশ, বললেন উপরাষ্ট্রপতি

গত দশকটি ছিল উত্তর-পূর্বের স্বর্ণযুগ; অ্যাক্ট ইস্টের নীতি একটি গেম চেঞ্জার হয়েছে: উপরাষ্ট্রপতি

মিজোরাম অবিশ্বাস্য সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐশ্বর্যে উপহারিত; পর্যটন ও উদ্যানপালনে বিপুল সম্ভাবনা রয়েছে: উপরাষ্ট্রপতি

মিজোরামের নবম বিধানসভায় ভাষণ দিলেন উপরাষ্ট্রপতি

Posted On: 26 FEB 2024 9:01PM by PIB Agartala

নয়াদিল্লি ২৬ ফেব্রুয়ারি ২০২৪।। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আইনসভাগুলোকে নির্ণায়ক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন এবং দেশ যাতে সঠিক পথে অগ্রসর হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

আজ নবম মিজোরাম বিধানসভায় ভাষণ দিতে গিয়ে শ্রী ধনখড় মিজোরাম রাজ্যকে আশা ও সম্ভাবনাময় এক  পরিপূর্ণ রাজ্য বলে বর্ণনা করেন এবং এই সুযোগগুলি সকলের জন্য উন্মুক্ত করতে আইনসভাকে প্রজ্ঞার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, "সবাই একত্রিত হয়ে এমন একটি পদ্ধতি তৈরি করুন যাতে আপনার রাজ্যের যুবকরা আগামীর সুযোগগুলির পুরো সদ্ব্যবহার করতে পারে...... এখন সময় এসেছে এগুলো উন্মোচন করে দেশ ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারে মিজোরাম বিধানসভার সদস্যদের দ্বারা প্রদর্শিত শৃঙ্খলা ও শিষ্টাচারের প্রশংসা করে উপরাষ্ট্রপতি এটিকে অন্যদের জন্য  অনুকরণীয় বলে বর্ণনা করেছেন। 

উপরাষ্ট্রপতি তাঁর ভাষণে দৈহিক ও ডিজিটাল সংযোগের তাত্পর্যপূর্ণ এবং তাদের গেম চেঞ্জিং সম্ভাবনার কথাও তুলে ধরেন, যার ফলে উত্তর-পূর্ব ভারতে একটি পৃথক মন্ত্রক ডোনার বিভাগ সহ অন্যান্য বিভাগের উল্লেখযোগ্য ফোকাস রয়েছে।

রাজ্যের পর্যটন ও উদ্যানপালনের সম্ভাবনার উপর জোর দিয়ে উপ-রাষ্ট্রপতি বলেন, "মিজোরাম অবিশ্বাস্য সৌন্দর্য এবং সাংস্কৃতিক সমৃদ্ধির প্রাকৃতিক উপহার পেয়েছে। মিজোরাম পর্যটকদের একটি স্বপ্নের গন্তব্য। ঘন সবুজ পাহাড় আর গ্রাম দিয়ে ঘেরা। এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড এলাকায় পর্যটনের প্রসার ঘটাবে, বলেন তিনি।

শ্রী ধনখড় উপস্থিত সকলকে তাদের জাতীয়তাবাদকে ঊর্ধ্বে রাখার এবং ভারতীয় এবং ভারতের ঐতিহাসিক কৃতিত্বের জন্য গর্বিত হওয়ার আহ্বান জানান। বি আর আম্বেদকরকে উদ্ধৃত করে উপরাষ্ট্রপতি বলেন, "আপনি প্রথমে একজন ভারতীয়, শেষ একজন ভারতীয় এবং ভারতীয় ছাড়া আর কিছুই নন"।

অনুষ্ঠানে মিজোরামের রাজ্যপাল ডঃ হরি বাবু কাম্ভামপতি, মিজোরাম বিধানসভার অধ্যক্ষ শ্রী লালবিয়াকজামা, মিজোরাম বিধানসভার সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

*****

SKC/TD/KMD



(Release ID: 2009248) Visitor Counter : 35


Read this release in: English