প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রায় ৪১ হাজার কোটি টাকার ২ হাজারেরও বেশি রেল পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

ভারতীয় রেল কেবল যাত্রী পরিষেবাই নয়, এটি ভারতের কৃষি ও শিল্পের অগ্রগতির বৃহত্তম বাহক

Posted On: 26 FEB 2024 8:52PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪১ হাজার কোটি টাকারও বেশি মূল্যের প্রায় ২ হাজার রেল পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। এদিন ৫০০টি রেল স্টেশন এবং ১৫০০ টি অন্যান্য স্থান থেকে লক্ষ লক্ষ মানুষ বিকশিত ভারত বিকশিত রেলওয়ে ইভেন্টের সাথে যুক্ত ছিলেন।

এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, আজকের এই কর্মসূচি নতুন ভারতের নতুন কর্মসংস্কৃতির প্রতীক। আজ ভারত যা কিছু করে, তা অভূতপূর্ব গতিতে ও মাত্রায় করে। তিনি বলেন, আমরা বড় স্বপ্ন দেখি এবং সেগুলি বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করি। এই সংকল্প এই বিকশিত ভারত বিকশিত রেলওয়ে কর্মসূচিতে দৃশ্যমান”। সাম্প্রতিককালে যে মাত্রা অভূতপূর্ব গতি লাভ করেছে তার কথাও তিনি উল্লেখ করেন। গত কয়েকদিনে জম্মু ও গুজরাটের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি যেখান থেকে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রের পরিকাঠামোর ব্যাপক প্রসারের সূচনা করেছেন। একইভাবে আজও ৩০০টি জেলার ১২টি রাজ্যের ৫৫০টি স্টেশনকে নতুন করে সাজানো হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি। 

উত্তরপ্রদেশের গোমতী নগর স্টেশন প্রকল্প, দেড় হাজারেরও বেশি সড়ক ও ওভারব্রিজ প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী নতুন ভারতের উচ্চাকাঙ্ক্ষা ও সংকল্পের মাত্রা ও গতির ওপর জোর দেন।

প্রধানমন্ত্রী বলেন, আজ ৪০ হাজার কোটি টাকার প্রকল্পগুলি দিনের আলো দেখছে এবং কয়েক মাস আগে অমৃত ভারত স্টেশন প্রকল্পের সূচনার কথা স্মরণ করেন, যেখানে দেশের ৫০০ রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছিল। তিনি বিশেষ জোর দিয়ে বলেন, আজকের এই অনুষ্ঠান এই সংকল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং ভারতের অগ্রগতির গতির এক ঝলক তুলে ধরবে। প্রধানমন্ত্রী মোদী আজকের রেল প্রকল্পগুলির জন্য ভারতবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদী আজকের উন্নয়ন প্রকল্পের জন্য ভারতের যুবশক্তিকে বিশেষভাবে অভিনন্দন জানান কারণ তাঁরাই বিকশিত ভারতের প্রকৃত সুবিধাভোগী। তিনি বলেন, আজকের উন্নয়নমূলক প্রকল্পগুলি যেমন লক্ষ লক্ষ যুবক-যুবতীর কর্মসংস্থান ও স্বনিযুক্তির সুযোগ সৃষ্টি করবে, তেমনই বিদ্যালয়ে যাঁরা পড়ছেন, তাঁরাও উপকৃত হবেন। 

আসন্ন অমৃত ভারত স্টেশনগুলি বিকাশ ও বিরাসৎ – উভয়েরই প্রতীক হয়ে উঠবে বলে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। 

প্রধানমন্ত্রী মোদী গত ১০ বছরে বিকশিত ভারত নির্মাণের কথা পুনরুল্লেখ করেন, বিশেষ করে রেলে যেখানে পরিবর্তন স্পষ্ট। বিগত ১০ বছরে যে সমস্ত সুযোগ-সুবিধা ছিল সুদূরপ্রসারী তা এখন বাস্তবে পরিণত হয়েছে এবং বন্দে ভারত, অমৃত ভারত, নমো ভারতের মতো আধুনিক সেমি হাইস্পিড ট্রেন, রেল লাইনের দ্রুত বৈদ্যুতিকীকরণ এবং ট্রেনের ভিতরে ও স্টেশনের প্ল্যাটফর্মে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদাহরণ দেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, আজকের রেল নাগরিকদের যাতায়াতের সুবিধার মূল ভিত্তি হয়ে উঠছে। রেলের রূপান্তর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতি যখন বিশ্ব র ্যাঙ্কিংয়ে ১১ তম স্থান থেকে লাফিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে, তখন রেল বাজেট ১০ বছর আগে ৪৫ হাজার কোটি টাকা থেকে আজ ২ লক্ষ ৫০ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। 

করদাতাদের অর্থের প্রতিটি পয়সা যাত্রীদের কল্যাণে ব্যবহার করা হচ্ছে বলে তিনি বলেন, সরকার প্রতিটি রেলের টিকিটে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে।

ব্যাঙ্কে গচ্ছিত অর্থের উপর যেমন সুদ পাওয়া যায়, তেমনই পরিকাঠামো খাতে ব্যয় করা প্রতিটি পয়সা আয়ের নতুন উৎস এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, নতুন রেল লাইন স্থাপন একাধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, সে শ্রমিক হোক বা ইঞ্জিনিয়ারের। 

ভারতীয় রেল শুধুমাত্র যাত্রী পরিষেবাই নয়, এটি ভারতের কৃষি ও শিল্প অগ্রগতির বৃহত্তম বাহক। প্রধানমন্ত্রী বলেন, দ্রুতগতির ট্রেন পরিবহণে আরও বেশি সময় সাশ্রয় করবে এবং শিল্পের খরচও হ্রাস করবে। তাই, 'মেক ইন ইন্ডিয়া' এবং 'আত্মনির্ভর ভারত'-কে উৎসাহ দেওয়া হচ্ছে। ভারতের আধুনিক পরিকাঠামোর কৃতিত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী সারা বিশ্বে বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান হিসাবে এই দেশকে প্রশংসা করেন। আগামী পাঁচ বছরের পথ দেখিয়ে প্রধানমন্ত্রী তাঁর ভাষণ শেষ করেন এবং বলেন যে এই হাজার হাজার স্টেশনের আধুনিকীকরণ হলে ভারতীয় রেলের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বিপুল বিনিয়োগের বিপ্লব আনবে।

*****

SKC/DM/KMD


(Release ID: 2009243) Visitor Counter : 124


Read this release in: English