অর্থ মন্ত্রক

ভারতে বিভিন্ন ক্ষেত্রে ৯-টি প্রকল্পের জন্য ২৩২.২০৯ বিলিয়ন জাপানি ইয়েন (জেপিওয়াই) ‘সরকারি উন্নয়ন সহায়তা’ (ওডিএ) ঋণ হিসেবে দেবে বলে জাপান প্রতিশ্রুতি দিয়েছে

Posted On: 20 FEB 2024 3:44PM by PIB Agartala
নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি ২০২৪।।  ভারতে বিভিন্ন ক্ষেত্রে ৯-টি প্রকল্পের জন্য ২৩২.২০৯ বিলিয়ন জাপানি ইয়েন (জেপিওয়াই) ‘সরকারি উন্নয়ন সহায়তা’ (ওডিএ) ঋণ হিসেবে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে জাপান সরকার। মঙ্গলবার এই বিষয়ে ভারত সরকারের অর্থ মন্ত্রকের অর্থনীতি বিষয়ক দপ্তরের সচিব শ্রী বিকাশ শীল এবং ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শ্রী সুজুকি হিরোশির মধ্যে নথি-পত্র বিনিময় করা হয়।  
  

এই ওডিএ ঋণ সহায়তায় যে সব প্রকল্পের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার মধ্যে উল্লেযোগ্য কয়েকটি হল যথাক্রমে:
 
১. উত্তর-পূর্ব সড়ক অন্তর্জাল যোগাযোগ উন্নয়ন প্রকল্প (পর্যায় ৩)(ট্রেঞ্চটু): ধুবরি-ফুলবাড়ি সেতু (জেপিওয়াই ৪৩.৫৩ বিলিয়ন),
২. উত্তর-পূর্ব সড়ক অন্তর্জাল যোগাযোগ উন্নয়ন প্রকল্প(পর্যায় ৭)(ট্রেঞ্চ টু): জাতীয় সড়ক ১২৭বি (ফুলবাড়ি-গয়েরাগ্রে বিভাগ)  (জেপিওয়াই ১৫,৫৬ বিলিয়ন),
৩. নাগাল্যান্ডে মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থাপনের জতন্য প্রকল্প কোহিমায় ইন্সস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ প্রকল্পের জন্য জেপিওয়াই ১০ বিলিয়ন।  

১৯৫৮ সাল থেকে ভারত ও জাপানের মধ্যে রয়েছে সুদীর্ঘ দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতার এক ফলদায়কদ ইতিবাচক বিনিময় সম্পর্কের ইতিহাস। ভারত-জাপান সম্পর্কের একটি প্রধান স্তম্ভ হল অর্থনৈতিক অংশীদারিত্ব বিগত কয়েক বছর ধরে যা অত্যন্ত সুদৃঢ়ভাবে এগিয়ে চলেছে। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির জন্য নতুন যে নথি-পত্র বিনিময় হল তা ভারত ও জাপানের মধ্যে কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্বের ভিতকে আরোও শক্তিশালী করবে।
*****

SKC/SRC/KMD


(Release ID: 2007375) Visitor Counter : 46


Read this release in: English