প্রধানমন্ত্রীর দপ্তর

উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে আয়োজিত খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে প্রধানমন্ত্রীর ভাষণ

"গেমসের মাসকট ‘অষ্টলক্ষ্মী’ প্রতীক উত্তর-পূর্বে যেভাবে নতুন আশা আকাঙ্ক্ষার ডানা মেলছে"

খেলো ইন্ডিয়া ক্রীড়া প্রতিযোগিতা ভারতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব প্রান্তে হয়ে আসছে

শিক্ষাগত কৃতিত্ব যেমন উপভোগ করেছেন করা হয়, তেমনি আমাদের অবশ্যই খেলাধুলায় দক্ষতা অর্জনকারীদের সম্মান জানানোর একটি ঐতিহ্য গড়ে তুলতে হবে। এর জন্য আমাদের অবশ্যই উত্তর-পূর্ব থেকে শিখতে হবে"

"খেলো ইন্ডিয়া, টপস বা অন্যান্য উদ্যোগই হোক না কেন, আমাদের তরুণ প্রজন্মের জন্য সম্ভাবনার একটি নতুন ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র তৈরি করা হচ্ছে"

"আমাদের ক্রীড়াবিদরা যেকোন কিছু অর্জন করতে পারে যদি তারা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে।

Posted On: 19 FEB 2024 9:51PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারী ২০২৪।। প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী, আজ একটি ভিডিও বার্তায় মাধ্যমে উত্তর-পূর্বের সাতটি রাজ্যে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী শ্রী  মোদি খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের মাসকট, অর্থাৎ ‘অষ্টলক্ষ্মীর প্রতীক  প্রজাপতির আকারে তুলে ধরেন। প্রধানমন্ত্রী যিনি প্রায়শই উত্তর-পূর্ব রাজ্যগুলিকে 'অষ্টলক্ষ্মী' বলে অভিহিত করেন, "এই গেমগুলিতে একটি প্রজাপতির আকারে  মাসকট করাও উত্তর-পূর্বের আকাঙ্ক্ষাগুলি কীভাবে নতুন ডানা পাচ্ছে তার প্রতীক হয়ে উঠেছে ।"
ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী গুয়াহাটিতে 'এক ভারত শ্রেষ্ঠ ভারত'-এর একটি দুর্দান্ত চিত্র তৈরি করার জন্য তাদের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন,  মনেপ্রাণে খেলুন, নির্ভয়ে খেলুন, নিজের এবং আপনার দলের জন্য জিতুন, এবং আপনি হেরে গেলেও মন খারাপ করবেন না। ব্যার্থতা থেকেই  শেখার সুযোগ মেলে ",।

দেশব্যাপী ক্রীড়া উদ্যোগের প্রতিফলন করে, প্রধানমন্ত্রী মোদি উত্তর-পূর্বে চলমান খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, লাদাখে খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস, তামিলনাড়ুতে খেলো ইন্ডিয়া যুব গেমস, দিউতে বিচ গেমসের কথা উল্লেখ করেন এবং মন্তব্য করেন, "আমি এর সাক্ষী হয়ে আনন্দিত যে,   উত্তর থেকে দক্ষিণ এবং পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত ভারতের প্রতিটি কোণে ক্রীড়া ইভেন্টের আয়োজন করা হচ্ছে।" তিনি খেলাধুলার প্রচারে অবদান রাখার জন্য এবং যুবকদের তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ দেওয়ার জন্য আসাম সরকার সহ বিভিন্ন রাজ্য সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন।

খেলাধুলার প্রতি পরিবর্তিত  সমাজের আগ্রহ বৃদ্ধির উল্লেখ করে, প্রধানমন্ত্রী শ্রী  মোদী,  পিতামাতার মনোভাবের পরিবর্তনের কথা বলেন।   তিনি বলেন,  আগে মাতাপিতারা  তাদের সন্তানদের খেলাধুলার আঙ্গিনায় নিয়ে আসতে দ্বিধা করতেন , ভয় পেতেন যে খেলাধুলা সন্তানদের  তাদের শিক্ষা থেকে দুরে রাখবে। তিনি বিকশিত মানসিকতাকে তুলে ধরেন যেখানে মাতাপিতারা এখন সব ক্ষেত্রে তাদের সন্তানদের কৃতিত্বের জন্য গর্ব করেন, তা রাষ্ট্রীয়, জাতীয় বা আন্তর্জাতিক স্তরে হোক না কেন।

প্রধানমন্ত্রী শ্রী মোদি ক্রীড়াবিদদের কৃতিত্ব  এবং যোগ্যতার  উপর জোর দিয়ে বলেন, "যেমন শিক্ষাগত  অর্জনগুলি উদযাপন করা হয়, আমাদের অবশ্যই খেলাধুলায় দক্ষতা অর্জনকারীদের সম্মান করার একটি ঐতিহ্য গড়ে তুলতে হবে।" তিনি উত্তর-পূর্বাঞ্চলের সমৃদ্ধ ক্রীড়া সংস্কৃতি থেকে শিক্ষা নেওয়ার  প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন,।  যেখানে খেলাধুলাগুলি উত্সাহের সাথে উদযাপন করা হয়, তা ফুটবল থেকে অ্যাথলেটিক্স হোক বা ব্যাডমিন্টন থেকে বক্সিং, ভারোত্তোলন থেকে দাবা হোক, তা  ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী শ্রী মোদী আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেছেন যে,  খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে অংশগ্রহণকারী ক্রীড়াবিদরা শুধুমাত্র মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবে তাই নয় বরং সারা দেশে ক্রীড়া সংস্কৃতির অগ্রগতিতে অবদান রাখবে।

প্রধানমন্ত্রী তরুণদের জন্য বিকশিত বাস্তুতন্ত্রের কথা তুলে ধরেন।  , বলেন, "খেলো ইন্ডিয়া, টপস বা অন্যান্য উদ্যোগই হোক না কেন, আমাদের তরুণ প্রজন্মের জন্য সম্ভাবনার একটি নতুন বাস্তুতন্ত্র তৈরি করা হচ্ছে।" তিনি ক্রীড়াবিদদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করার জন্য সরকারের প্রচেষ্টার উপর জোর দেন, প্রশিক্ষণ সুবিধা থেকে শুরু করে বৃত্তি পর্যন্ত, এবং এই বছর খেলাধুলার জন্য 3500 কোটি টাকার বেশি বরাদ্দের রেকর্ড বাজেট বরাদ্দ করা হয়েছে বলে উল্লেখ করেন।  

প্রধানমন্ত্রী মোদ আন্তর্জাতিক  ক্রীড়া ইভেন্টে ভারতের সাম্প্রতিক সাফল্যের কথা উল্লেখ করে গর্ব বোধ করেন।   তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা উপভোগ করতে বলেছেন।  বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমস সহ বিভিন্ন টুর্নামেন্টে উল্লেখযোগ্য কৃতিত্বের উল্লেখ করেন,   যেখানে ভারতীয় ক্রীড়াবিদরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন , 2019 সালে মাত্র 4টি থেকে 2023 সালে মোট 26টি পদক জিতেছে। তিনি রেকর্ড পদক অর্জনের কথাও উল্লেখ করেছেন এশিয়ান গেমসে। "এটি কেবল পদকের সংখ্যা নয়, এটি আমাদের ক্রীড়াবিদরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সাহায্যে কী অর্জন করতে পারে তার প্রমাণ রেখেছেন বলে মন্তব্য করেন

খেলাধুলার মাধ্যমে উদ্ভাবিত মূল্যবোধের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, প্রধানমন্ত্রী শ্রী মোদী জোর দিয়ে বলেন, "খেলাধুলায় সাফল্যের জন্য কেবল প্রতিভা ছাড়াও আরও বেশি কিছু প্রয়োজন;  প্রয়োজন জয়ী হওয়ার জন্য একটি জেদ  একটি মেজাজ, নেতৃত্ব, দলবদ্ধতা এবং স্থিতিস্থাপকতা।  " তিনি যুবসমাজকে শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয়, প্রয়োজনীয় জীবন দক্ষতার বিকাশের জন্যও খেলাধুলাকে বেছে নিতে  উত্সাহিত করেন,   এই বলে যে, "যারা খেলে তারাও উন্নতি করে।"

প্রধানমন্ত্রী শ্রী  মোদি ক্রীড়াক্ষেত্রের বাইরে উত্তর-পূর্ব অঞ্চলের সৌন্দর্য অন্বেষণ করার জন্য ক্রীড়াবিদদের আহ্বান জানিয়েছেন। তিনি তাদের উত্সাহিত করেন।    ইভেন্ট-পরবর্তী অ্যাডভেঞ্চারে শুরু করতে, স্মৃতি ধরে  রাখতে  এবং #NorthEastMemories হ্যাশট্যাগ ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে বলেন। উপরন্তু, তিনি তাদের সাংস্কৃতিক অভিজ্ঞতা বাড়াতে, তারা যেখানেই  যান, যাদের সঙ্গে মেশার সুযোগ হয় তাদের সাথে জড়িত থাকার জন্য কয়েকটি স্থানীয় বাক্য শেখার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী মোদি তাদের ভাশিনী অ্যাপ নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করতে বলেছেন।

*****

 

SKC/TD/KMD



(Release ID: 2007257) Visitor Counter : 68


Read this release in: English