সংসদ বিষয়ক মন্ত্রক

আগামীকাল ১৬ তম জাতীয় যুব সংসদ প্রতিযোগিতা, ২০১৯-২০২০ এর বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল

Posted On: 15 FEB 2024 9:10PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪৷৷ ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ শুক্রবার নয়াদিল্লির সংসদ ভবন কমপ্লেক্সের জিএমসি বালাযোগী অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়/কলেজগুলির জন্য ১৬ তম জাতীয় যুব সংসদ প্রতিযোগিতা, ২০১৯-২০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে।

আইন ও বিচার মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা সংস্কৃতি মন্ত্কের প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং প্রতিযোগিতায় মেধাবী নৈপুণ্যের জন্য পুরষ্কার বিজয়ী ছাত্র ও প্রতিষ্ঠানের হাতে পুরস্কার বিতরণ করবেন। এই উপলক্ষ্যে, পাঞ্জাবের সেন্ট্রাল ইউনিভার্সিটি, বাতিন্দার-এর ছাত্ররা যারা ১৬ তম জাতীয় যুব সংসদ প্রতিযোগিতায় জাতীয় স্তরে প্রথম স্থান অধিকার করেছিল তারা তাদের 'ইয়ুথ পার্লামেন্টের' উপস্থাপনা পুনরায় তুলে ধরবে৷

সংসদ বিষয়ক মন্ত্রক গত ২৭ বছর ধরে বিশ্ববিদ্যালয়/কলেজের জন্য যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। ইউনিভার্সিটি/কলেজের জন্য যুব সংসদ প্রতিযোগিতার প্রকল্পের আওতায় দেশের ৩৬ টি বিশ্ববিদ্যালয়/কলেজের মধ্যে এই সিরিজের ১৬তম প্রতিযোগিতার আয়োজন করা হয়।

যুব সংসদ প্রকল্পের লক্ষ্য হল তরুণ প্রজন্মের মধ্যে সু-শৃঙ্খলা, বিভিন্ন মতের সহনশীলতা, মতামতের ধার্মিক অভিব্যক্তি এবং গণতান্ত্রিক জীবনযাপনের অন্যান্য গুণাবলী জাগিয়ে তোলা। এছাড়াও, প্রকল্পটি ছাত্রদের সংসদের অনুশীলন এবং পদ্ধতি, আলোচনা ও বিতর্কের কৌশলগুলির সাথে পরিচিত করে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণমান এবং শিল্প ও দক্ষতার বিকাশ ঘটায়।

প্রতিযোগিতায় জাতীয় স্তরে প্রথম হওয়ার জন্য ‘দ্য রানিং শিল্ড’ এবং ট্রফি দেওয়া হবে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ পাঞ্জাব, বাথিন্দাকে। এছাড়াও, প্রতিযোগিতায় গ্রুপ পর্যায়ে প্রথম হওয়ার জন্য মন্ত্রী নিম্নলিখিত ৫ টি বিশ্ববিদ্যালয়/কলেজকে গ্রুপ পর্যায়ের বিজয়ী ট্রফিও প্রদান করবেন।

বিশ্ববিদ্যালয়/কলেজগুলো হল-

১. ডিএভি কলেজ, জলন্দর

২. যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা

৩. মুম্বাই বিশ্ববিদ্যালয়, মুম্বাই

৪. চাণক্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি, পাটনা

৫.শিবাজী বিশ্ববিদ্যালয়, কোলহাপুর

*****

SKC/SG/KMD



(Release ID: 2006447) Visitor Counter : 38


Read this release in: English