প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমির শাহি এবং কাতার-এ তাঁর সফরের আগে যাত্রাপূর্ববর্তী বিবৃতি দিলেন
Posted On:
13 FEB 2024 4:03PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪।। আমি এক সরকারি সফরে ১৩-১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমির শাহি এবং ১৪-১৫ ফেব্রুয়ারি কাতার ভ্রমণে যাচ্ছি। ২০১৪ পর থেকে এটা হবে আমার সংযুক্ত আরব আমির শাহিতে সপ্তম সফর এবং কাতারে দ্বিতীয় সফর।
বিগত নয় বছরে সংযুক্ত আরব আমির শাহির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, খাদ্য ও শক্তি নিরাপত্তা এবং শিক্ষার মতো বৈচিত্রময় বিবিধ ক্ষেত্র সমূহে আমাদের সহযোগিতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে আমাদের সাস্কৃতিক এবং মানুষে-মানুষে যোগাযোগ পূর্বেকার চাইতে আরও শক্তিশালী হয়েছে।
আমি সংযুক্ত আরব আমির শাহির রাষ্ট্রপতি মহা মান্যবর শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহ্ইয়ানের সঙ্গে আবু ধাবিতে বৈঠক করতে এবং আমাদের কৌশলগত ব্যাপক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিস্তারিত বিষয়াবলী নিয়ে আলোচনা করার লক্ষ্য সাগ্রহে তাকিয়ে আছি। গুজরাটে সম্প্রতি মহা মান্যবরের আথিতেয়তা করতে আমার সুযোগ হয়েছিল, সেখানে তিনি প্রাণবন্ত গুজরাট বৈশ্বিক সম্মেলনে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন।
সংযুক্ত আরব আমির শাহির উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী এবং দুবাই-এর শাসক মহা মান্যবর শেখ মহম্মদ বিন রাসিদ আল মাকতৌয়ামের আমন্ত্রণে আমি ১৪ ফেব্রুয়ারি, ২০২৪-এ দুবাইয়ে বিশ্ব সরকার সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দের সমাবেশের উদ্দেশ্যে ভাষণ দান করব। এই সম্মেলনের এক পাশে প্রধানমন্ত্রী মহা মান্যবর শেখ মহম্মদ বিন রাসিদের সমীপে আমার আলোচনা কালে দুবাইয়ের সঙ্গে আমাদের বহুমুখী বন্ধনকে আরও শক্তিশালী করার উপর আলোকপাত করা হবে। এই সফরকালে এ ছাড়াও আমি আবু ধাবিতে প্রথমতম হিন্দু মন্দিরের উদ্বোধন করব। এই বিএপিএস (বোচাসানওয়াসি শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা) মন্দির হবে সংহতি, শান্তি ও সহনশীলতার মূল্যের প্রতি চিরস্থায়ী অর্ঘ্য নিবেদন, যা ভারত এবং সংযুক্ত আরব আমির শাহি উভয়েই ভাগ করে নেবে।
আমি আবু ধাবিতে সংযুক্ত আরব আমির শাহির ভারতীয় সম্প্রদায়ের সমস্ত আমিরাত সদস্যবৃন্দের সঙ্গে এক বিশেষ অনুষ্ঠানে ভাষণ দেব।
কাতারে আমি কাতারের আমির, যাঁর তত্বাবধানে ও নেতৃত্বে কাতার অভুতপূর্ব বৃদ্ধি ও রূপান্তর প্রত্যক্ষ করে চলেছে, সেই মহা মান্যবর শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করতে সাগ্রহে তাকিয়ে আছি সমুখ পানে। এ ছাড়াও আমি কাতারে অন্যান্য উচ্চপদস্থ পদাধিকারীদের সঙ্গে বৈঠক করার জন্য অপেক্ষা করছি।
ভারত এবং কাতার ঐতিহাসিকভাবে ঘনিষ্ট ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশীদার। সাম্প্রতিক বছরগুলিতে উচ্চ পর্যায়ের রাজনৈতিক বিনিময়, দুই দেশের মধ্যে ক্রমবর্দ্ধমান বাণিজ্য ও বিনিয়োগ, আমাদের শক্তি অংশীদারীত্বের সশক্তিকরণ এবং সংস্কৃতি ও শিক্ষায় সহযোগিতা সহ সমস্ত ক্ষেত্রে আমাদের বহুমুখী বন্ধন অবিরত গভীরতর হয়ে চলেছে। দোহায় ৮০০,০০০-এরও বেশি শক্তিশালী ভারতীয় সম্প্রদায়ের উপস্থিতি আমাদের সুদৃঢ় মানুষে-মানুষে সম্পর্কের বন্ধনের এক উজ্জ্বল নজির।
*****
SKC/SRC/KMD
(Release ID: 2005572)
Visitor Counter : 81