মত্স চাষ, প্রাণী সম্পদ ও দুগ্ধজাত সামগ্রী মন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা’র অধীনে কেন্দ্রীয় উপ-প্রকল্প ‘প্রধানমন্ত্রী মৎস্য কিষান সমৃদ্ধি সহ-যোজনা’র অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা,

যেখানে আগামী চার বছরে ছয় হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের উল্লেখ রয়েছে

Posted On: 09 FEB 2024 10:45AM by PIB Agartala

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা’র অধীনে কেন্দ্রীয় উপ-প্রকল্প ‘প্রধানমন্ত্রী মৎস্য কিষান সমৃদ্ধি সহ-যোজনা’র অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মৎস্যক্ষেত্রের উন্নয়ন এবং এই ক্ষেত্রের লঘু ও ক্ষুদ্র উদ্যোগের সহায়তার জন্য এই প্রকল্প। যেখানে ২০২৩-২৪ থেকে ২০২৬-২৭ অর্থবর্ষে অর্থাৎ আগামী চার বছরে ছয় হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের উল্লেখ রয়েছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য এই প্রকল্প।

বিনিয়োগের ছয় হাজার কোটি টাকার মধ্যে ৫০% অর্থাৎ তিন হাজার কোটি টাকা আসবে এএফডি, বিশ্বব্যাঙ্ক সহ পাবলিক ফিনান্স থেকে এবং বাকি পঞ্চাশ শতাংশ আসবে সুবিধাপ্রাপক বা বেসরকারি ক্ষেত্রের প্রত্যাশিত বিনিয়োগ থেকে।

এই যোজনা থেকে উদ্দিষ্ট সুবিধাপ্রাপকদের মধ্যে আছেন মৎস্যজীবী, মৎস্যচাষি, জেলে, মাছবিক্রেতা, সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করা ব্যক্তিরা যারা প্রত্যক্ষ ভাবে যুক্ত। তাছাড়া  লঘু ও ক্ষুদ্র উদ্যোগ সহ ব্যক্তিগত মালিকানার খামার, অংশীদারিত্বের খামার, ভারতে নিবন্ধিত কোম্পানি, সমবায়, ফেডারেশন, সোসাইটি, স্বসহায়ক দল, সংশ্লিষ্ট ক্ষেত্রে যুক্ত স্টার্ট-আপ, ফার্মার প্রডিউসার অর্গ্যানাইজেশনও সুবিধা পাবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয়তার নিরিখে সুবিধাপ্রাপকদের যুক্ত করতে পারে।

এই উদ্যোগে কর্মসংস্থানের পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে প্রভাব ফেলবে। এই যোজনার অধিকে তৈরি করা হবে ন্যাশনাল ফিসারিজ ডিজিটাল প্ল্যাটফর্ম। যার মাধ্যমে ৪০ লক্ষ লঘু ও ক্ষুদ্র এন্টারপ্রাইজকে কাজের ভিত্তিতে পরিচয়পত্র প্রদান করা হবে। মৎস্য সমবায়গুলো এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক ঋণ সহায়তা পাবে। প্রথাগত ভর্তুকির পদ্ধতির পরিবর্তে কাজের ভিত্তিতে ভর্তুকির পদ্ধতি ধীরে ধীরে শুরু হবে। বাণিজ্য সহজতা ও স্বচ্ছতার সুযোগ বাড়বে। মূল্য শৃঙ্খলার দক্ষতা বৃদ্ধির ফলে বাড়বে আয়। কাজের সুযোগ বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে সুরক্ষার মাধ্যমে নারী ক্ষমতায়ন। এই প্রকল্পের মাধ্যমে ১.৭ লক্ষ মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ হবে এবং এর মধ্যে ৭৫ হাজারের বেশি হবেন মহিলা।

তাছাড়াঅসংগঠিত মৎস্যক্ষেত্রের কর্মীদের স্ব-নিবন্ধীকরণের মাধ্যমে প্রাতিষ্ঠানিকরণ করা এবং  কর্মসংস্থান সৃষ্টি ও রক্ষণাবেক্ষণ সহ মাছ ও মৎস্যপণ্যের সুরক্ষা এবং গুণমান নিশ্চিতকরণের ব্যবস্থা গ্রহণ ও সম্প্রসারণের জন্য দক্ষতা অনুদানের মাধ্যমে লঘু ও ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহিত করাও এই যোজনার লক্ষ্য।

*****

SKC/AD/KMD



(Release ID: 2004895) Visitor Counter : 79


Read this release in: English