প্রধানমন্ত্রীর দপ্তর

প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকে ভারতরত্ন সম্মান দেওয়া হবে: প্রধানমন্ত্রী

Posted On: 09 FEB 2024 3:32PM by PIB Agartala

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারী, ২০২৪।।  প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী চৌধুরী চরণ সিংকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ভারতরত্ন প্রদানের ঘোষণা দিয়েছেন।
তিনি কৃষকদের অধিকার ও তাদের কল্যাণে তাঁর সমগ্র জীবন উৎসর্গ করার জন্য প্রয়াত জননেতার প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:

"এটি আমাদের সরকারের সৌভাগ্য যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং জিকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হচ্ছে। এই সম্মানটি দেশের জন্য তাঁর অতুলনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ উৎসর্গ করা হয়েছে। তিনি তার পুরো জীবন কৃষকদের অধিকারের জন্য  এবং তাদের কল্যাণে  ব্যয় করেছেন।  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হোক বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং এমনকী একজন বিধায়ক হিসেবেও তিনি সর্বদা জাতি গঠনে প্রেরণা দিয়েছেন। জরুরি অবস্থার প্রতিবাদে তিনি দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছেন। আমাদের কৃষক ভাই-বোনেরা তাঁর সমর্পিত ভাবের প্রতি এবং জরুরি অবস্থার সময় গণতন্ত্রের প্রতি তাঁর অঙ্গীকার সমগ্র জাতির জন্য অনুপ্রেরণা দায়ক।"

*****

 
SKC/SRC/KMD


(Release ID: 2004429) Visitor Counter : 49


Read this release in: English