প্রধানমন্ত্রীর দপ্তর

ডঃ এম এস স্বামীনাথনকে ভারতরত্ন সম্মান দেওয়া হবে: প্রধানমন্ত্রী

Posted On: 09 FEB 2024 3:17PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৯ ফেব্রুয়ারি, ২০২৪।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি শুক্রবার ঘোষণা করেছেন যে সবুজ বিপ্লবের মূল সঞ্চালক রূপে জনমানসে অতীব পরিচিত ড: এম এস স্বামীনাথনকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান “ভারত রত্ন’ পুরস্কারে ভূষিত করা হবে৷

তিনি বলেন ড: স্বামীনাথনের দিকদর্শন সৃষ্টিকারী নেতৃত্বে শুধুমাত্র ভারতীয় কৃষিকেই রূপান্তরিত করেনি, উপরন্তু দেশের খাদ্য নিরাপত্তা ও সমৃদ্ধিকেও করেছে সুনিশ্চিত৷

এক্স-এ প্রধানমন্ত্রী পোস্ট করেছেন:

“এটা অপরিমেয় আনন্দের বিষয় যে ভারত সরকার আমাদের দেশের কৃষি ও কৃষক কল্যাণে তাঁর সুবিশাল অবদানের স্বীকৃতি স্বরূপ ড: এম এস স্বামীনাথন জি-কে “ভারত রত্ন’ অর্পণ করছে৷ তিনি কঠিন সময়ে কৃষিতে ভারতকে স্ব-নির্ভরতা অর্জনে সহায়তাকল্পে মূল সঞ্চালনার ভূমিকা পালন করেন এবং ভারতীয় কৃষিকে আধুনিকীকরণের লক্ষ্যে যুগান্তকারী প্রয়াস গ্রহণ করেছিলেন৷ এছাড়া আমরা তাঁকে একজন উদ্ভাবক ও পরামর্শদাতা এবং অগণিত শিক্ষার্থীর মধ্যে পঠন-পাঠন ও গবেষণায় উৎসাহদাতা রূপেও স্বীকৃতি জানাই৷ ড: স্বামীনাথনের দিকদর্শন সৃষ্টিকারী নেতৃত্ব শুধুমাত্র ভারতীয় কৃষিকে রূপান্তরিতই করেনি, উপরন্তু তিনি দেশের খাদ্য নিরাপত্তা ও সমৃদ্ধিকে সুনিশ্চিত করেছে৷ তিনি এমন একজন যাঁকে আমি ঘনিষ্ঠভাবে জানি এবং তাঁর অন্তর্দৃষ্টি ও অবদানকে আমি সর্বদাই মূল্যবান বলে মানি৷”

*****

SKC/SRC/KMD



(Release ID: 2004421) Visitor Counter : 46


Read this release in: English