রেল মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতীয় রেলপথ জুড়ে ৬টি বহুমুখী রেলপথ প্রকল্পে অনুমোদন দিল:

সফর, সরবরাহ ব্যয় হ্রাস, তেল আমদানি হ্রাস এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন কমানোর সুবিধাবলীকে সহজতর করাই এর লক্ষ্য

Posted On: 08 FEB 2024 10:24PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৮ ফেব্রুয়ারি, ২০২৪।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভা রেলমন্ত্রকের ৬টি প্রকল্পে অনুমোদন দিয়েছে৷ বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে কেন্দ্রীয় সরকার এই জন্য আনুমানিক ১২.৩৪৩ কোটি টাকা ব্যয় বরাদ্দ সহ ১০০ শতাংশ তহবিলের সংস্থান করবে৷ এই বহুমুখী রেলপথ প্রকল্পগুলিতে সহজে রেল চলাচল ও যানজট হ্রাস করার প্রস্তাব রাখা হয়েছে৷ এছাড়াও ভারতীয় রেলপথের ব্যস্ততম বিভাগগুলি জুড়ে বহু কাঙ্ক্ষিত পরিকাঠামোগত উন্নয়নের সংস্থান রাখা হবে৷ এই প্রকল্পগুলির প্রস্তুত ও প্রস্তাবনা করা হয়েছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির “নিউ ইন্ডিয়া’ বা “নতুন ভারত’-এর দিকদর্শনের পথরেখা অনুসরণ করে৷ এই দিকদর্শন বিভিন্ন অঞ্চলের জনগণকে সংশ্লিষ্ট এলাকাগুলির জন্য কর্মসংস্থানের এবং স্ব-নিযুক্তির অগণিত সুযোগের সম্প্রসারণ করবে এবং এলাকাগুলির ব্যাপকতর উন্নয়নের মাধ্যমে একেকটি অঞ্চলকে করে তুলবে “আত্মনির্ভর’৷

এই ৬টি প্রকল্প রূপায়ণ করা হবে ৬টি রাজ্যের ১৮টি জেলায়৷ এই ৬টি রাজ্য হল রাজস্থান, আসাম, তেলেঙ্গানা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ এবং নাগাল্যান্ড৷ প্রকল্পগুলি সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ১০২০ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ভারতীয় রেলপথের বর্তমান রেলপথ অন্তর্জালকে আরও বৃদ্ধি করবে এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির জনগণকে প্রায় ৩ কোটি শ্রম দিবস সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ এনে দেবে৷

এই প্রকল্পগুলি হল বহুমুখী আদর্শ যোগাযোগের জন্য “প্রধানমন্ত্রী গতি শক্তি জাতীয় প্রধান পরিকল্পনা’-র ফলাফল৷ এগুলির মাধ্যমে জনগণ, মালপত্র ও পরিষেবা চলাচলের জন্য সুসংহত পরিকল্পনার মাধ্যমে নিরবচ্ছিন্ন যোগাযোগের সংস্থান করা হবে৷

খাদ্য শস্য, খাদ্য সামগ্রী, সার, কয়লা, সিমেন্ট, লোহা, ইস্পাত, চুনাপাথর ইত্যাদি পণ্যের মতো এমন কিছু অত্যাবশ্যকীয় সামগ্রী রয়েছে যেগুলির পরিবহন অত্যন্ত জরুরি৷ তাছাড়া রেলপথ বিভাগ জলবায়ু নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা অর্জনে পরিবেশ বান্ধব এবং শক্তি সঞ্চয়কে সহজতর করতে এই প্রকল্পগুলি গ্রহণ করেছে৷ দেশে রেল ভ্রমণের খরচ কমাবে, তেল আমদানি হ্রাস করবে, পরিবহনকে গতিশীল করবে এবং কার্বন নির্গমণের মাত্রা কমাতে সহায়তা করবে রেল বিভাগের এইসব উদ্যোগ৷

*****

SKC/SRC/KMD


(Release ID: 2004390) Visitor Counter : 81


Read this release in: English