উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

এনইএসআইডিএস -সড়ক প্রকল্পের অগ্রগতি

प्रविष्टि तिथि: 08 FEB 2024 7:48PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৮ ফেব্রুয়ারি, ২০২৪৷৷ উত্তর পূর্বের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ডোনারের অধীনস্থ সংস্থা নর্থ ইস্টার্ন স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম (এনইএসআইডিএস)(রাস্তা)নর্থ ইস্ট রোড সেক্টর ডেভেলপমেন্ট স্কিম (এনইআরএসডিএস) এর অধীনে ০১-০৪-২০২২ থেকে মোট ১১ টি প্রকল্প অনুমোদিত হয়েছে যার মোট আনুমানিক ব্যয়  হচ্ছে  ৬২৫.৩৪ কোটি টাকা। এছাড়াও, পূর্ববর্তী এনইএসআইডিএস এবং এনইআরএসডিএস স্কিমের অধীনে, এনইএসআইডিএস  (রাস্তা) প্রবর্তনের আগে মোট ৭৭ টি প্রকল্প অনুমোদন করা হয়েছিল, যার জন্য মোট আনুমানিক ব্যয় হচ্ছে ৩৫২৫.৩১ কোটি টাকা৷ এই ২৬ টি প্রকল্পের মধ্যে ১২০৬.২৬ কোটি টাকার মোট আনুমানিক ব্যয় ইতিমধ্যে হয়ে গেছে এবং ২৩১৯.০৫ কোটি টাকার মোট ৫১ টি প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে।

এনইএসআইডিএস  এর অধীনে ২৩৫৪.৪০ কোটি টাকার মোট ১০০ টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ১২৭.৯৫ কোটি টাকার ০৬ টি প্রকল্প সম্পন্ন হয়েছে এবং ২২২৬.৪৫ কোটি টাকার ৯৪ টি প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে।

আজ রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী শ্রী বি এল ভার্মা এই তথ্য জানিয়েছেন।

 *****

SKC/SG/KMD


(रिलीज़ आईडी: 2004195) आगंतुक पटल : 66
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English