স্বরাষ্ট্র মন্ত্রক
ভারত ও মায়ানমারের মধ্যে ফ্রি মুভমেন্ট রেজিম (এফএমআর) বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক
Posted On:
08 FEB 2024 3:19PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৮ ফেব্রুয়ারি, ২০২৪৷৷ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং মায়ানমারের সীমান্তবর্তী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জনসংখ্যাতাত্ত্বিক কাঠামো বজায় রাখতে ভারত ও মায়ানমারের মধ্যে অবাধ চলাচল ব্যবস্থা (এফএমআর) বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ একটি 'এক্স' পোস্টে বলেছেন;
"আমাদের সীমান্ত সুরক্ষিত করার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সংকল্প অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রক (এমএইচএ) দেশের অভ্যন্তরীণ সুরক্ষা নিশ্চিত করতে এবং মায়ানমার সীমান্তবর্তী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জনসংখ্যার কাঠামো বজায় রাখতে ভারত ও মায়ানমারের মধ্যে অবাধ চলাচল ব্যবস্থা (এফএমআর) বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু বিদেশ মন্ত্রক বর্তমানে এটি বাতিল করার প্রক্রিয়াধীন রয়েছে, তাই স্বরাষ্ট্র মন্ত্রক অবিলম্বে এফএমআরকে সাসপেন্ড করার সুপারিশ করেছে।‘
*****
SKC/DM/KMD
(Release ID: 2003946)
Visitor Counter : 105