সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

সিল্কিয়ারা সুরঙ্গ ভেঙে পড়েছে

Posted On: 07 FEB 2024 3:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭  ফেব্রুয়ারি, ২০২৪

 

আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজ নিরাপদে সম্পূর্ণ হয়েছে। হতাহতের কোনো খবর নেই। সিল্কিয়ারা সুরঙ্গ ভেঙে পড়ার ঘটনায় একটি তদন্ত/বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। 

বিআরও রেলমন্ত্রক এমওআরটিএইচ এবং প্রিমিয়ার অ্যাকাডেমি ইন্সটিটিউশনের বিশেষজ্ঞদের নিয়ে সিল্কিয়ারা সুরঙ্গ ভেঙে পড়ার ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি ঘটনাস্থল ঘুরে দেখে এবং একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তার সঙ্গে প্রকল্পের কাজ ফের শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পরামর্শও দেওয়া হয়েছে। 

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি এই তথ্য জানান। 

    


PG/PM/NS….        


(Release ID: 2003606) Visitor Counter : 97
Read this release in: English , Urdu , Hindi