প্রধানমন্ত্রীর দপ্তর

গোয়ায় বিকশিত ভারত, বিকশিত গোয়া ২০৪৭ কর্মসূচিতে ১৩৩০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী

"ভারতে সব ধরনের পর্যটন এক দেশে, এক ভিসায় পাওয়া যায়"

Posted On: 06 FEB 2024 9:10PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৬ ফেব্রুয়ারি, ২০২৪৷৷ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গোয়ায় বিকশিত ভারত, বিকশিত গোয়া ২০৪৭ কর্মসূচিকে কেন্দ্র করে ১৩৩০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। শ্রী মোদী এই উপলক্ষে আয়োজিত একটি প্রদর্শনীও ঘুরে দেখেছেন। আজকের উদ্বোধন ও শিলান্যাস করা উন্নয়ন প্রকল্পগুলির মধ্যে রয়েছে শিক্ষা, ক্রীড়া, জল শোধন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পর্যটন খাতে পরিকাঠামো উন্নয়ন। রোজগার মেলার আওতায় বিভিন্ন দপ্তরের ১৯৩০ জন নতুন সরকারি নিয়োগের আদেশও বন্টন করেছেন প্রধানমন্ত্রী এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীদের হাতে মঞ্জুরিপত্রও তুলে দিয়েছেন৷

এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তাঁর ভাষণের শুরু করেন গোয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচীন সমুদ্র সৈকতের কথা উল্লেখ করে৷ তিনি বলেন, এই রাজ্যটি ভারত এবং বিদেশের লক্ষ লক্ষ পর্যটকদের প্রিয় ছুটির গন্তব্য। তিনি বলেন, গোয়ার যে কোনও মরশুমে 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'-এর অভিজ্ঞতা হতে পারে। তিনি গোয়ায় জন্মগ্রহণকারী মহান সাধু, বিখ্যাত শিল্পী ও পণ্ডিতদের কথা তথা সন্ত সোহিরোবানাথ আম্বিয়ে, নাট্যকার কৃষ্ণ ভট্ট বান্দকর, কণ্ঠশিল্পী কেশরবাই কেরকার, আচার্য ধর্মানন্দ কোসাম্বি এবং রঘুনাথ অনন্ত মাশেলকরকে স্মরণ করেন। প্রধানমন্ত্রী মোদী ভারতরত্ন লতা মঙ্গেশকর জির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন এবং কাছাকাছি অবস্থিত মাঙ্গুয়েশি মন্দিরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথাও তুলে ধরেন। তিনি বলেন, "মারগাঁওয়ের দামোদর শাল থেকে স্বামী বিবেকানন্দ নতুন অনুপ্রেরণা পেয়েছিলেন"। প্রধানমন্ত্রী মোদী কুনকোলিমে লোহিয়া ময়দান এবং সর্দারের স্মৃতিসৌধ সম্পর্কেও কথা বলেন।

তিনি বলেন, খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'-এর উদাহরণ গোয়া। 

আজ যে ১৩০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে সে সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন সম্পর্কিত প্রকল্পগুলি গোয়ার উন্নয়নে নতুন গতি দেবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির স্থায়ী ক্যাম্পাস এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটারস্পোর্টস এবং ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট ফ্যাসিলিটি, ১৯৩০ জনকে নিয়োগপত্র প্রদান রাজ্যের উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, "যদিও গোয়া আয়তন ও জনসংখ্যার দিক থেকে ছোট", তবুও এটি সামাজিকভাবে বৈচিত্র্যময় এবং বিভিন্ন সমাজ ও ধর্মের মানুষ বহু প্রজন্ম ধরে শান্তিতে সহাবস্থান করে চলেছে। তিনি সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র তুলে ধরেন এবং গোয়ার জনগণের চেতনার প্রশংসা করেন যারা সর্বদা রাজ্যের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে তাদের উপযুক্ত জবাব দিয়েছেন।

স্বয়ম্পূর্ণা গোয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী গোয়া সরকারের সুশাসনের মডেলের প্রশংসা করে বলেন, এর ফলে গোয়ার মানুষ সুস্থতার মাপকাঠিতে সর্বাগ্রে রয়েছেন৷ তিনি বলেন, ডবল ইঞ্জিন সরকারের কল্যাণে গোয়ার উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

এ বছরের বাজেটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই বাজেট সরকারের বিভিন্ন প্রকল্পকে সম্পৃক্ত করার প্রস্তাবে বিশেষ গতি সঞ্চার করেছে। তিনি ঘোষণা করেন, সরকার গরিবদের জন্য ২ কোটি গৃহ সুনিশ্চিত করছে, কারণ ইতিমধ্যেই ৪ কোটি পাকা বাড়ির লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

প্রধানমন্ত্রী এ বছরের বাজেটে মৎস্য সম্পদ যোজনার কথা উল্লেখ করে বলেন, এর ফলে মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য সহায়তা ও সম্পদ আরও বৃদ্ধি পাবে৷ তিনি বলেন, এই প্রচেষ্টার ফলে মৎস্যচাষ ক্ষেত্রে লক্ষ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

মৎস্যচাষিদের কল্যাণে সরকারের বিভিন্ন প্রয়াসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী একটি বিশেষ মন্ত্রক গঠন, পিএম কিষাণ ক্রেডিট কার্ড সুবিধা, বিমার পরিমাণ বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা এবং নৌকার আধুনিকীকরণের জন্য ভর্তুকি দেওয়ার কথা উল্লেখ করেন।

দেশে সড়ক, রেল ও বিমানবন্দরগুলির দ্রুত গতিতে উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "ডবল ইঞ্জিন সরকার দরিদ্র মানুষের কল্যাণে বড় প্রকল্প চালানোর পাশাপাশি পরিকাঠামো ক্ষেত্রে রেকর্ড বিনিয়োগ করছে"। তিনি বলেন, এই বছরের বাজেটে পরিকাঠামো উন্নয়নের জন্য ১১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা ১০ বছর আগে ২ লক্ষ কোটি টাকারও কম ছিল।

গোয়াকে একটি লজিস্টিক হাব হিসাবে প্রতিষ্ঠা করার জন্য সরকারের প্রচেষ্টা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের সরকার গোয়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এবং এই রাজ্যকে একটি লজিস্টিক হাব হিসাবে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করছে। গোয়ায় মনোহর পারিকর আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের ফলে নিরবচ্ছিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়ান চলাচলের সুবিধা হয়েছে। তিনি দেশের দ্বিতীয় দীর্ঘতম কেবল ব্রিজ নিউ জুয়ারি ব্রিজের কথাও উল্লেখ করেন, যা গত বছর মানুষের জন্য উৎসর্গ করা হয়েছিল। নতুন সড়ক, সেতু, রেল পথ এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ গোয়ায় দ্রুত পরিকাঠামো উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "এই প্রকল্পগুলি গোয়ার বিকাশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী মোদী ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরেন, ভারতকে একটি সামগ্রিক পর্যটন গন্তব্য হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সরকারের প্রচেষ্টার উপর জোর দেন। তিনি বলেন, 'আমাদের দেশে সব ধরনের পর্যটন পাওয়া যায়, একবার ভিসায়।

গোয়াকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী৷

তিনি গোয়ায় ফুটবলের অবদানের প্রশংসা করেন এবং খেলাধুলায় অমূল্য অবদানের জন্য ব্রহ্মানন্দ শঙ্খওয়ালকরকে পদ্ম পুরস্কারে সম্মানিত করেন। প্রধানমন্ত্রী বলেন, রাজ্যে জাতীয় গেমসের জন্য যে পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, তা ক্রীড়াবিদদের স্বপ্ন পূরণে সাহায্য করবে।

শিক্ষার ওপর সরকারের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী গোয়ায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান গড়ে তোলার কথা উল্লেখ করে একে একটি প্রধান শিক্ষা কেন্দ্র রূপে উন্নীত করার কথা উল্লেখ করেন। প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহিত করতে এবং যুব ও শিল্পকে উপকৃত করতে গবেষণা ও উদ্ভাবনের জন্য ১ লক্ষ কোটি টাকার তহবিল ঘোষণার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী গোয়ার দ্রুত উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টার ওপর জোর দিয়ে রাজ্যের অগ্রগতিতে সকলকে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ার রাজ্যপাল শ্রী পি এস শ্রীধরন পিল্লাই, গোয়ার মুখ্যমন্ত্রী শ্রী প্রমোদ সাওয়ান্ত এবং কেন্দ্রীয় পর্যটন ও বন্দর, জাহাজ চলাচল ও জলপথ প্রতিমন্ত্রী শ্রী শ্রীপাদ ইয়েসো নায়েক।

*****

SKC/DM/KMD



(Release ID: 2003310) Visitor Counter : 44


Read this release in: English