প্রধানমন্ত্রীর দপ্তর
বিকশিত ভারতের বাস্তবায়নে দেশের মহিলারা অমূল্য অবদান রেখে চলেছেনঃ প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
05 FEB 2024 2:40PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৫ ফেব্রুয়ারি, ২০২৪।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এ কথায় স্বীকৃতি জানিয়ে বলেন যে মহিলাদের নেতৃত্বে উন্নয়ন শুধুমাত্র কয়েকটি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নেই, উপরন্তু বরং এটা দেশের উন্নয়নের কথাকাহিনির একেবারে হৃদয় মাঝারে প্রোথিত হয়ে আছে, আর বিকশত ভারতের বাস্তবায়নকে আরোও জোরদার ও শক্তিশালী করে চলেছে।
কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী স্মৃতি ইরানির একটি এক্স পোস্ট ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে:
“মহিলাদের নেতৃত্বে বিকাশকে নিয়ে আমাদের সরকার দায়বদ্ধ। ‘বিকশিত ভারত’-এর সংকল্পের মধ্যে দেশের নারীশক্তির বহু মূল্যবান যোগদান অবিরাম চলছে। স্মৃতি ইরানি তাঁর আপন আলোকের ভাবনায় এটাকে প্রকট করে তুলে ধরেছেন।”
*****
SKC/SRC/KMD
(रिलीज़ आईडी: 2002541)
आगंतुक पटल : 106
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English