প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

ইউপিআই-এর আনুষ্ঠানিক সূচনা হওয়ায় ফ্রান্সকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

Posted On: 03 FEB 2024 10:21AM by PIB Agartala

নয়াদিল্লি, ০৩ ফেব্রুয়ারি, ২০২৪৷৷ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শুক্রবার প্যারিসের আইফেল টাওয়ারে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) এর আনুষ্ঠানিক সূচনার জন্য ফ্রান্সকে অভিনন্দন জানিয়েছেন৷

এই পদক্ষেপ ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করার এবং সম্পর্ক জোরদার করার একটি দুর্দান্ত উদাহরণ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করে বলেছেন:

"এটি দেখে খুব ভাল লাগছে - এটি ইউপিআইকে বিশ্বব্যাপী নিয়ে যাওয়ার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করে। ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করা এবং দৃঢ় সম্পর্ক জোরদার করার এটি একটি চমৎকার উদাহরণ।

*****

SKC/DM/KMD


(Release ID: 2002315) Visitor Counter : 103


Read this release in: English