স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক

বিকশিত ভারত সংকল্প যাত্রায় এবি-পিএমজেএওয়াই-এর অংশগ্রহণ

অভিযানে ৩ লাখ ৫২ হাজার আয়ুষ্মান কার্ড তৈরি

Posted On: 02 FEB 2024 7:40PM by PIB Agartala

নয়াদিল্লি, ০২ ফেব্রুয়ারি, ২০২৪৷৷ ১৫ নভেম্বর ২০২৩-এ মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রার (ভিবিএসওয়াই) সূচনা করেছিলেন। এই যাত্রার উদ্দেশ্য হ'ল জনগণের মধ্যে সরকারের উন্নয়ন নীতি এবং প্রকল্পগুলি সম্পর্কে সচেতনতা বাড়ানো, যোগ্য জনগোষ্ঠীকে এই প্রকল্পের সুবিধা প্রদান করা এবং আস্থা ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলা।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) ভিবিএসওয়াই চলাকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (এমওএইচএফডাব্লু) ফ্ল্যাগশিপ প্রকল্প হিসাবে নির্বাচিত হয়েছে। যাত্রা চলাকালে অন-স্পট পরিষেবাগুলির মধ্যে আয়ুষ্মান কার্ড তৈরি করা অন্যতম। ভিবিএসওয়াই ভ্যানটিতে এবি-পিএমজেএওয়াই সম্পর্কিত আইইসি উপকরণ প্রদর্শিত হয়েছিল। যাত্রা চলাকালে, সুবিধাভোগীরা এই প্রকল্পের অধীনে পরিষেবা গ্রহণের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন, যা এই প্রকল্প সম্পর্কে সচেতনতা গড়ে তুলেছে এবং অন্যান্য সুবিধাভোগীদের এই প্রকল্পের অধীনে স্বাস্থ্যসেবা পরিষেবা নিতে উৎসাহিত করেছে৷

প্রচারাভিযান চলাকালে ৩০-০১-২০২৪ পর্যন্ত, সারা দেশে প্রায় ২.৭৮ কোটি আয়ুষ্মান কার্ড তৈরির জন্য যাচাইকরণ করা হয়েছে। যার মধ্যে এই অভিযানে প্রায় ৩.৫২ লক্ষ আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের সমস্ত জেলার মধ্য দিয়ে এই যাত্রা হয়েছে যাতে এবি-পিএমজেএওয়াই সম্পর্কিত তথ্য যোগ্য সুবিধাভোগীদের কাছে পৌঁছায়। এছাড়াও এই সমস্ত জেলায় আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে।

এই প্রকল্পের সুফল যাতে শেষ প্রান্তে পর্যন্ত পৌঁছয়, তার জন্য আপকে দ্বার আয়ুষ্মান, আয়ুষ্মান ভব অভিযান এবং আয়ুষ্মান কার্ড স্যাচুরেশনের জন্য আয়ুষ্মান অ্যাপ চালু করা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আয়ুষ্মান অ্যাপে সুবিধাভোগীদের জন্য সেলফ ভেরিফিকেশন ফিচার রয়েছে।

২৯-০১-২০২৪ পর্যন্ত, ৩০.৭৬ কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে। যার মধ্যে আয়ুষ্মান কার্ড তৈরির জন্য ৬.২৭ কোটিরও বেশি যাচাইকরণ করা হয়েছে আয়ুষ্মান ভব অভিযানের সময়।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর এসপি সিং বাঘেল আজ লোকসভায় একটি লিখিত জবাবে একথা জানিয়েছেন। 

*****

SKC/DM/KMD



(Release ID: 2002040) Visitor Counter : 27


Read this release in: English