প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী বিজ্ঞান ভবনে ৩ ফেব্রুয়ারী সকাল ১০-টায় (সিএলইএ)-কমনওয়েলথ অ্যাটর্নি অ্যান্ড সলিসিটরস্ জেনারেল কনফারেন্স-এর উদ্বোধন করবেন
Posted On:
02 FEB 2024 4:28PM by PIB Agartala
নয়াদিল্লি, ০২ ফেব্রুয়ারি, ২০২৪।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির বিজ্ঞান ভবনে শনিবার সকাল ১০-টায় ‘কমনওয়েলথ লিগ্যাল এডুকেশন অ্যাসোসিয়েশন (সিএলইএ)-কমনওয়েলথ অ্যাটর্নি অ্যান্ড সলিসিটরস্ জেনারেল কনফারেন্স (সিএএসজিসি)-এর উদ্বোধন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী এই উপলক্ষে ভাষণ প্রদান করবেন।
আইন শিক্ষা বিষয়ক এই সম্মেলনের মূলভাব হল “ক্রস-বর্ডার চ্যালেঞ্জেস্ ইন জাস্টিস ডেলিভারি”, অর্থাৎ “ন্যায়বিচার প্রদানে সীমান্ত-অঞ্চলের সমস্যাবলী”। এই সম্মেলনে অন্যান্য বিভিন্ন বিষয় সমূহের মধ্যে ন্যায়বিচারগত অবস্থান্তর এবং আইনি চর্চার জাতিগোষ্ঠিগত মাত্রাসমূহ, কার্যনির্বাহী বিশ্বাসযোগ্যতা, এবং আধুনিক কালের আইনগত শিক্ষাকে ফিরে দেখা ইত্যাদি প্রসঙ্গগুলির মতো আইন ও বিচারের সঙ্গে সম্পর্কিত বহুবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য উপস্থাপনা করা হবে।
এই সম্মেলনে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিনিধিবর্গের সঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আফ্রিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল জুড়ে বিস্তৃত কমনওয়েলথ-ভূক্ত দেশ সমূহের অ্যাটর্নি জেনারেল এবং সলিসিটর-গণ অংশগ্রহণ করবেন। এই সম্মেলন কমনওয়েলথ আইনি সৌভাতৃত্বের ক্ষেত্রে বিভিন্ন অংশীদারদের মধ্যে মতামত বিনিময়ের জন্য একটি মিলনস্থল প্রদানের মাধ্যমে এক অভূতপূর্ব মঞ্চ হিসেবে কাজ করবে। এ ছাড়াও এটি আইনি শিক্ষা এবং অবস্থান্তরমুখী ন্যায়বিচার প্রদানে উদ্ভূত সমস্যাগুলির মোকাবিলা করতে একটি বিস্তারিত ও বোধগম্য পথনির্দশিকা প্রস্তুত করার লক্ষ্যে অ্যাটর্নি-গণ ও সলিসিটর জেনারেলদের জন্য একটি অতি দুর্লভ গোল টেবিল সম্মেলনের উপযোগী হিসেবে অন্তর্ভূক্ত হচ্ছে।
***
SKC/SRC/KMD
(Release ID: 2001888)
Visitor Counter : 71