অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর ও অনুমোদনের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

प्रविष्टि तिथि: 01 FEB 2024 8:08PM by PIB Agartala

নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২৪৷৷ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ভারত সরকার এবং সংযুক্ত আরব আমিরশাহী সরকারের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর ও অনুমোদনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

এই চুক্তির ফলে বিনিয়োগকারীদের, বিশেষ করে বড় বিনিয়োগকারীদের আস্থা বাড়বে বলে আশা করা হচ্ছে, যার ফলে বৈদেশিক বিনিয়োগ এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের (ওডিআই) সুযোগ বৃদ্ধি পাবে এবং এটি কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

এই অনুমোদনের ফলে ভারতে বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে এবং দেশীয় উৎপাদনকে উৎসাহিত করা, আমদানি নির্ভরতা হ্রাস করা, রফতানি বৃদ্ধি ইত্যাদির মাধ্যমে আত্মনির্ভর ভারতের লক্ষ্য উপলব্ধি করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

*****

SKC/DM/KMD


(रिलीज़ आईडी: 2001666) आगंतुक पटल : 121
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English