অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

দিদির সংখ্যা ২ কোটি থেকে বাড়িয়ে ৩ কোটি করার লক্ষ্যমাত্রা ধার্য করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

প্রায় ১ কোটি মহিলাকে লাখপতি দিদি হয়ে উঠতে সহায়তা করা হয়েছে

৯ কোটি মহিলাকে নিয়ে ৮৩ লক্ষ স্ব-সহায়ক গোষ্ঠী গ্রামীণ আর্থ-সামাজিক প্রেক্ষাপটকে রূপান্তরিত করে চলেছে

Posted On: 01 FEB 2024 3:24PM by PIB Agartala

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২৪।। সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট ২০২৪-২৫ উপস্থাপন করতে গিয়ে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ ঘোষণা করেন, লাখপতি দিদির সংখ্যা ২ কোটি থেকে বাড়িয়ে ৩ কোটি করার লক্ষ্যমাত্রা ধার্য করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ক্ষমতায়ণা ও আত্ম-নির্ভরতার সাহায্যে ৯ কোটি মহিলাকে নিয়ে ৮৩ লক্ষ স্ব-সহায়ক গোষ্ঠী গ্রামীণ আর্থ-সামাজিক প্রেক্ষাপটকে রূপান্তরিত করে চলেছে৷ এই সাফল্য ইতিমধ্যেই প্রায় ১ কোটি মহিলাকে লাখপতি দিদি হয়ে উঠতে সহায়তা করেছে৷ তারা অন্যদের কাছে এক একজন অনুপ্রেরণার উৎস৷ তাদের সাফল্য তাদের সম্মান প্রদানের মাধ্যমে স্বীকৃতি লাভ করবে৷ অর্থমন্ত্রী উল্লেখ করেন, এই সাফল্য বজায় রাখার মাধ্যমে লাখপতি দিদি-র লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে৷

অর্থমন্ত্রী বলেন, দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করেন, আমাদের চারটি প্রধান জাতের উপর আলোকপাত করতে হবে৷ “এগুলি হল, “গরিব’, “মহিলা’, “যুবক’ এবং “অন্নদাতা’ (কৃষক)৷ তাদের চাহিদা, তাদের আশা-আকাঙ্ক্ষা এবং তাদের কল্যাণকে আমরা অগ্রাধিকার দিচ্ছি৷” তিনি বলেন, তাদের যদি অগ্রগতি হয়, তাহলেই দেশের প্রগতি হয়৷ এই চার জাতের সকলের দরকার এবং সরকারও সে অনুযায়ী তাদের জীবন মানের উন্নতি সাধনে সহায়তা করছে৷ তিনি গুরুত্ব দিয়ে বলেন, তাদের ক্ষমতায়ণ ও কল্যাণ সাধন দেশকে সামনের দিকে চালিত করে৷

তিনি ফের জোর দিয়ে বলেন, সরকার সর্বাঙ্গীণ, সর্বব্যাপী এবং সর্ব-অন্তর্ভুক্তির লক্ষ্য নিয়ে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে৷ এই দিকদর্শন সমস্ত স্তরের সমস্ত জাত ও জনগণকে জড়িয়ে রয়েছে৷ তিনি বলেন, সরকার ২০৪৭ এর মধ্যে ভারতকে এক “বিকশিত ভারত’ করে গড়ে তুলতে কাজ করে চলেছে৷ অর্থমন্ত্রী বলেন, “এই লক্ষ্য অর্জন করার জন্য, আমাদের জনগণের সক্ষমতা বৃদ্ধি করা এবং তাদের ক্ষমতায়ন করাটা খুবই দরকার৷”

*****

SKC/SRC/KMD


(Release ID: 2001350) Visitor Counter : 104


Read this release in: English