অর্থ মন্ত্রক

সরকার ষোড়শ অর্থ কমিশন এর সদস্যদের নিয়োগ করল

Posted On: 31 JAN 2024 4:51PM by PIB Agartala

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি ২০২৪।। নিতি আয়োগ-এর প্রাক্তন ভাইস_চেয়ারম্যান শ্রী অরবিন্দ পানাগরিয়াকে এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে বুধবার (৩১.১২.২০২৩) ষোড়শ অর্থ কমিশন গঠন করা হয়েছিল৷

এখন ভারতের রাষ্ট্রপতির অনুমোদনক্রমে কমিশনে নিম্নলিখিত সদস্যদের নিয়োগ করা হল৷

১। শ্রী অজয় নারায়ণ ঝা, ১৫-তম অর্থ কমিশনের প্রাক্তন সদস্য এবং প্রাক্তন ব্যয় সচিব, পূর্ণ সময়ের সদস্য৷

২। শ্রীমতী অ্যানি জর্জ ম্যাথু, ব্যয় সংক্রান্ত দপ্তরে প্রাক্তন বিশেষ সচিব, পূর্ণ সময়ের সদস্য৷

৩। ডঃ নিরঞ্জন রাজাধ্যক্ষ, অর্থ গ্লোবাল-এর এক্সিকিউটিভ ডাইরেক্টর, পূর্ণ সময়ের সদস্য৷

৪। ডঃ সৌম্য কান্তি ঘোষ, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র গ্রুপ ইকনোমিক অ্যাডভাইসার, খণ্ডকালীন সদস্য৷

এই কমিশনের কর্মকালের শর্তাবলী ৩১-১২-২০২৩-এ প্রজ্ঞাপিত করা হয়৷

ষোড়শ অর্থকমিশন-কে ২০২৫-এর ৩১ অক্টোবরের মধ্যে তার সুপারিশ প্রস্তুত করতে অনুরোধ জানানো হয়েছে, এ জন্য ২০২৬-এর ১-লা এপ্রিল পর্যন্ত ৫ বছর সময় পর্বের জন্য কমিশন কাজ করবে৷

Link: https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/jan/doc2024131304101.pdf

*****

SKC/SRC/KMD



(Release ID: 2000882) Visitor Counter : 98


Read this release in: English