প্রধানমন্ত্রীর দপ্তর
প্রতিষ্ঠা দিবসে মেঘালয়বাসীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
Posted On:
21 JAN 2024 8:02PM by PIB Agartala
নয়াদিল্লি, ২১ জানুয়ারি ২০২৪৷৷ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মেঘালয়ের প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে উত্তর-পূর্বের এই রাজ্য অগ্রগতির নতুন উচ্চতায় আরোহণ করুক।
"প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করে বলেন: "মেঘালয়ের জনগণকে রাজ্য প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা। আজ মেঘালয়ের অবিশ্বাস্য সংস্কৃতি এবং সেখানকার মানুষের কৃতিত্ব উদযাপনের একটি উপলক্ষ। আগামী দিনে মেঘালয় উন্নতির নতুন উচ্চতা অতিক্রম করুক। "
*****
SKC/SP/KMD
(Release ID: 1998415)
Visitor Counter : 96