স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
বিকশিত ভারত সংকল্প যাত্রা
প্রায় ২ লক্ষ বিকশিত ভারত স্বাস্থ্য শিবিরে মোট দর্শনার্থীর সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গেছে
শিবিরগুলিতে তৈরি হয়েছে ২.৬১ কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড
Posted On:
19 JAN 2024 8:34PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৯ জানুয়ারি ২০২৪ ৷৷ চলমান বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে, এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েত এবং শহরাঞ্চলীয় স্থানীয় সংস্থাগুলিতে ১,৯৯,১৯৯টি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে৷ এই শিবিরগুলিতে উপস্থিত মোট দর্শনার্থীর সংখ্যা ৫,১৯,৩৫,৯৩৩ এ পৌঁছেছে।
স্বাস্থ্য শিবিরগুলিতে যে সমস্ত কার্যক্রম পরিচালিত হয়েছে সেগুলি হল-
আয়ুষ্মান ভারত - প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই): বিকশিত ভারত সংকল্প যাত্রার জন্য এমওএইচএফডাব্লুয়ের ফ্ল্যাগশিপ স্কিমের অধীনে, আয়ুষ্মান অ্যাপ ব্যবহার করে আয়ুষ্মান কার্ড তৈরি করা হচ্ছে এবং সুবিধাভোগীদের সরাসরি কার্ড বিতরণ করা হচ্ছে। এ পর্যন্ত ৪৮ লাখ ৯৬ হাজার ৭৭৪টি কার্ড বিতরণ করা হয়েছে।
গতকাল অনুষ্ঠিত স্বাস্থ্য শিবিরগুলিতে মোট ৪,৫১,৪৯২টি আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২,৬১,১১,৪০৫টি কার্ড তৈরি করা হয়েছে।
যক্ষ্মা (টিবি): লক্ষণগুলির জন্য স্ক্রিনিং, থুতু পরীক্ষা এবং যেখানে পাওয়া যায় সেখানে ন্যাট মেশিন ব্যবহার করে টিবির রোগীদের স্ক্রিনিং করা হচ্ছে। যক্ষ্মা হয়েছে বলে সন্দেহ হলে উচ্চতর সুবিধাকেন্দ্রগুলিতে রেফার করা হচ্ছে। ৬৫ দিনের শেষে, ২,৬২,০৫,৭০০ জনেরও বেশি মানুষকে স্ক্রিনিং করা হয়েছে যার মধ্যে ৯,৯৩,৮০০ এরও বেশি উচ্চতর জনস্বাস্থ্য সুবিধায় রেফার করা হয়েছে।
প্রধানমন্ত্রী যক্ষ্মা মুক্ত ভারত অভিযানের (পিএমটিবিএমএ) আওতায় যক্ষ্মা আক্রান্ত রোগীদের নিক্ষয় মিত্রদের কাছ থেকে সহায়তা পাওয়ার জন্য সম্মতি নেওয়া হচ্ছে। নিক্ষয় মিত্র হতে ইচ্ছুক অংশগ্রহণকারীদেরও অন স্পট রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে। পিএমটিবিএমবিএ-র অধীনে ৩,৬২,৭০০ এরও বেশি রোগী সম্মতি দিয়েছেন এবং ৯৯,১০০ এরও বেশি নতুন নিক্ষয় মিত্র নিবন্ধিত হয়েছেন।
নিক্ষয় পোষণ যোজনার (এনপিওয়াই) আওতায় যক্ষ্মা রোগীদের প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এই উদ্দেশ্যে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ সংগ্রহ করা হচ্ছে এবং অ্যাকাউন্টগুলি আধার সংযুক্ত করা হচ্ছে। এ ধরনের ৬৯ হাজার ৩০০ জন সুবিধাভোগীর তথ্য সংগ্রহ করা হয়েছে।
সিকেল সেল ডিজিজ: প্রধান আদিবাসী জনসংখ্যার অঞ্চলগুলিতে, এসসিডির জন্য পয়েন্ট অফ কেয়ার (পিওসি) পরীক্ষার মাধ্যমে বা দ্রবণীয়তা পরীক্ষার মাধ্যমে সিকেল সেল ডিজিজ (এসসিডি) সনাক্তকরণের জন্য যোগ্য জনসংখ্যার (৪০ বছর বয়স পর্যন্ত) স্ক্রিনিং করা হচ্ছে। এখনও পর্যন্ত ৩১,৩৪,৬০০ জনেরও বেশি লোককে স্ক্রিনিং করা হয়েছে, যার মধ্যে ৬০,৯০০ জন পজিটিভ বলে প্রমাণিত হয়েছে এবং উচ্চতর জনস্বাস্থ্য সুবিধাগুলিতে তাদেরকে রেফার করা হয়েছে।
অসংক্রামক রোগ (এনসিডি): উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের জন্য যোগ্য জনগোষ্ঠীর (৩০ বছর বা তার বেশি) স্ক্রিনিং করা হচ্ছে এবং পজিটিভ বলে সন্দেহ করা কেসগুলি উচ্চতর কেন্দ্রগুলিতে প্রেরণ করা হচ্ছে। প্রায় ৪,২৫,৭৬,৬০০ জনকে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের জন্য স্ক্রিনিং করা হয়েছে। ১৬,৪৪,৯০০ এরও বেশি মানুষকে উচ্চ রক্তচাপের জন্য পজিটিভ বলে সন্দেহ করা হয়েছে এবং ১১,৭৪,৭০০ জনেরও বেশি ডায়াবেটিস রয়েছে বলে সন্দেহ করা হয়েছে এবং ২৫,৫০,৭০০ এরও বেশি মানুষকে উচ্চতর জনস্বাস্থ্য সুবিধাগুলিতে রেফার করা হয়েছে।
*****
SKC/SP/KMD
(Release ID: 1997961)
Visitor Counter : 148