অর্থ মন্ত্রক

আগামী ৩০ দিনের মধ্যে জনগণের কাছ থেকে ‘ইন্ডিয়ান স্ট্যাম্প বিল, ২০২৩’-এর খসড়ার উপর মতামত ও পরামর্শ চেয়ে আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব দপ্তর

Posted On: 18 JAN 2024 12:10PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি, ২০২৪।। কেন্দ্রীয় অর্থ মন্তকের অধীনস্থ রাজস্ব দপ্তর আধুনিক স্ট্যাম্প ডিউটি রেজিম অর্থাৎ মুদ্রাঙ্ক শুল্ক ব্যবস্থার সঙ্গে সংগতি রেখে  ‘ইন্ডিয়ান স্ট্যাম্প বিল, ২০২৩’-এর জন্য একটি খসড়া প্রস্তুত করেছে। এটা আইনে পণীত হলে, এই বিলটি ‘ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯’-কে স্থানান্তরিত করবে।

ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯ (১৮৯৯-এর ২) হল রাজকোষঘটিত সংবিধি যা প্রতিটি বিনিময়ের বা হস্তান্তরের তথ্যের উপর ভিত্তি করে অর্জিত মুদ্রাঙ্কের সংগে সম্পর্কিত এবং সেই সূত্রের উপর নির্ভর করে কর আরোপ করা হয়। মুদ্রাঙ্ক শুল্ক আরোপ করে থাকে কেন্দ্রীয় সরকার, কিন্তু তা রাজ্যগুলিতে সংগ্রহ করে পৃথক পৃথকভাবে এবং সংবিধানের ২৬৮ সংখ্যক ধারার সংস্থান অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্যগুলি নিজেদের মতো শর্তানুক্রমে আরোপিত করে।

ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯ হল একটি প্রাক-সংবিধান আইন যা বিভিন্ন সময়ে মদ্রাঙ্ক শুল্ক জমানা বা ব্যবস্থাকে আরোও আধুনিকতম করতে সংশোধন ও সংযোজন করা হয়েছে। যে ভাবেই হউক, ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯-এ বার বার করে এমন সব অপ্রয়োজনীয় ও অকেজো নানা শর্ত ও সংস্থান সংযোজিত হয়েছে বর্তমানে ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯-কে নতুন করে পুনর্বিন্যস্ত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেই লক্ষ্যে যথাবিহিত ক্রমে, ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯-কে স্থানান্তরিত করার জন্য এবং বর্তমান বাস্তবতা ও উদ্দ্যেশকে প্রতিফলিত করতে নতুন একটি আইন প্রনয়ণ করার প্রস্তাব করা হয়েছে।

এই সংক্রান্ত প্রাক-আইন প্রনয়ণ প্রক্রিয়াটি বর্তমানে আলাপ আলোচনার পর্যায়ে এবং এই প্রক্রির অংশ হিসেবে ‘ইন্ডিয়ান স্ট্যাম্প বিল, ২০২৩’-এর খসড়া ‘D/o Revenue’ [https://dor.gov.in/stamp-duty/]-এর ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এই মর্মে জনগণের কাছ থেকে মতামত ও পরামর্শ চেয়ে সংশ্লিষ্ট ওয়োবসাইটে প্রদত্ত নির্ধারিত ছক বা প্রোফর্মায় তা পাঠানোর জন্য কেন্দ্রীয় রাজস্ব দপ্তরের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তা পাঠাতে হবে আগামী ৩০ দিনের মধ্যে।

খসড়া বিলের উপর পরামর্শ বা মন্তব্য এমএস ওয়ার্ড অথবা যথপোযুক্ত মাধ্যমে কিংবা যান্ত্রিক মাধ্যমে পাঠানযোগ্য পিডিএফ ফরমেটে নিম্নে উল্লিখিত এই আইডি sunil.kmr37[at]nic[dot]in-তে ই-মেইল করেও ভাগ করে নেওয়া যাবে।     

SKC/SRC/KMD



(Release ID: 1997253) Visitor Counter : 84


Read this release in: English