তথ্য ও সম্প্রচার মন্ত্রক"

দুই মাসে ১৫ কোটি অংশগ্রহণ

বিকশিত ভারত সংকল্প যাত্রায় বিভিন্ন রাজ্যে ব্যাপক ভিড়

Posted On: 17 JAN 2024 8:03PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি ২০২৪৷৷ বিকশিত ভারত সংকল্প যাত্রায় মাত্র দুই মাসের মধ্যে ১৫ কোটিরও বেশি মানুষ অংশগ্রহণ করেছে। জনগণের এই বিশাল অংশগ্রহণ একটি পুনর্জাগরিত এবং অন্তর্ভুক্তিমূলক ভারতের নিদর্শন৷ এই সংকল্প যাত্রা একটি ঐতিহাসিক উদ্যোগ যার লক্ষ্য সারা দেশে সরকারি প্রকল্পগুলির ১০০ শতাংশ সমাপ্তি নিশ্চিত করা।

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা রাজ্যে এই প্রচার শুরু হওয়ার পরে মানুষের অংশগ্রহণের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। ১৩ ডিসেম্বর ২০২৩ এ যাত্রা ২.০৬ কোটি মানুষের কাছে পৌঁছলেও চতুর্থ সপ্তাহের শেষে ২২ ডিসেম্বর ২০২৩ পঞ্চম সপ্তাহের শেষে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫ কোটিতে। পরবর্তী চার সপ্তাহের মধ্যে, যাত্রাটি ১০০ মিলিয়ন লোককে আকৃষ্ট করেছে, এটি ১৫০ মিলিয়ন অংশগ্রহণকারীর মধ্যে ছড়িয়ে গেছে। ১৭ জানুয়ারি পর্যন্ত গড়ে ওঠা ভারত সংকল্প যাত্রার ড্যাশবোর্ডে ২.২১ লক্ষ গ্রাম পঞ্চায়েত এবং ৯,৫৪১টি শহুর এলাকায় ১৫.৩৪ কোটি মানুষ এতে অংশ নিয়েছেন।

ন ভাগিদারী : একসাথে পদক্ষেপ:

যাত্রাটি "জন অংশীদারি"র চেতনার প্রতীক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যাত্রার সূচনা করেছিলেন, যার লক্ষ্য আইইসি ভ্যানের মাধ্যমে প্রতিটি যোগ্য ব্যক্তির কাছে কল্যাণমূলক প্রকল্পগুলি পৌঁছে দেওয়া যা শহর এবং গ্রামগুলিতে ঘুরে বেড়াচ্ছে। এই ভ্যানগুলির মাধ্যমে সরকারি প্রকল্প, স্থায়ী কৃষি এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা, স্যানিটেশন এবং আর্থিক স্বাধীনতা সম্পর্কে তথ্য সরবরাহ করা হচ্ছে।

৪ কোটিরও বেশি মানুষকে স্বাস্থ্য শিবিরে পরীক্ষা করা হয়েছে

১৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ৪ কোটিরও বেশি মানুষকে স্বাস্থ্য শিবিরে পরীক্ষা করা হয়েছে। মাই ভারতে ৩৮ লক্ষেরও বেশি নিবন্ধন করেছেন। সকলের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২ কোটিরও বেশি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড ইস্যু করা হয়েছে। যাত্রাটি দুই লক্ষেরও বেশি গ্রাম পঞ্চায়েত জুড়ে গেছে। ১১ কোটিরও বেশি মানুষ ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার অঙ্গীকার করেছেন।

প্রকৃত প্রভাবগ্রাম অনুযায়ী গ্রাম:

এই সফরের প্রভাব কেউ অস্বীকার করতে পারে না। এক লক্ষেরও বেশি গ্রাম পঞ্চায়েত আয়ুষ্মান কার্ডের কাজ ১০০ শতাংশ সম্পন্ন করে লক্ষ লক্ষ মানুষকে স্বাস্থ্যসেবার সুযোগ দিয়েছে। 'হর ঘর জল' প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ জল এখন ৭৯,০০০ এরও বেশি গ্রাম পঞ্চায়েতে পৌঁছে গেছে, এবং ১.৩৮ লক্ষেরও বেশি গ্রাম পঞ্চায়েতে ১০০ শতাংশ ভূমি রেকর্ড ডিজিটাইজেশন স্বচ্ছতা এবং সুরক্ষাকে সহজতর করেছে। এছাড়াও, ১৭,০০০ এরও বেশি গ্রাম পঞ্চায়েত ওডিএফ প্লাস সম্মতি অর্জন করেছে, যা পরিচ্ছন্ন জীবনযাপনের প্রমাণ।

পরিসংখ্যানের বাইরেএকটি ভাগ করা স্বপ্ন:

যাত্রার সত্যিকারের সাফল্য নিহিত রয়েছে একটি সম্মিলিত স্বপ্নকে প্রজ্বলিত করার মধ্যে - এমন একটি ভারত যেখানে অগ্রগতি প্রতিটি দোরগোড়ায় পৌঁছে যায়, যেখানে সমৃদ্ধি সবার মধ্যে ভাগ করে নেওয়া হয় এবং যেখানে প্রবৃদ্ধি ক্ষমতায়িত জীবনে রূপান্তরিত হয়। প্রতিটি গ্রাম পঞ্চায়েত, প্রতিটি মনোনীত সুবিধাভোগী এবং প্রতিটি অঙ্গীকারের মাধ্যমে এই যাত্রা ভারতকে এই স্বপ্ন বাস্তবায়নের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

*****

SKC/SP/KMD



(Release ID: 1997080) Visitor Counter : 124


Read this release in: English