শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক
২০২৩-এর নভেম্বর মাসে ইএসআই প্রকল্পের আওতায় নাম নথিভূক্ত করিয়েছে ১৫ লক্ষ ৯২ হাজার নতুন শ্রমিক
ইএসআই প্রকল্পের আওতায় ৩ লক্ষ ১৭ হাজার নারী শ্রমিক নাম নথিভূক্ত করিয়েছে
ইএসআই প্রকল্পের আওতায় ২০২৩-এর নভেম্বর মাসে প্রায় ২০ হাজার ৮৭০-টি নতুন প্রতিষ্ঠান নাম নিবন্ধন করিয়েছে
ইএসআই প্রকল্পের সুবিধাবলী ২০২৩-এর নভেম্বর মাসে ৫৮ জন তৃতীয় লিঙ্গের কর্মীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে
Posted On:
16 JAN 2024 2:56PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৬ জানুয়ারি, ২০২৪: ইএসআইসি-এর অস্থায়ী ও শর্তসাপেক্ষ বেতন সংক্রান্ত তথ্য জানিয়ে দিচ্ছে ২০২৩-এর নভেম্বর মাসে আরোও ১৫ লক্ষ ৯২ হাজার নতুন কর্মী ইএসআই প্রকল্পের আওতায় যুক্ত হয়েছে।
২০২৩ এর নভেম্বর মাসে ‘কর্মচারী রাষ্ট্রীয় বীমা প্রকল্প’ অর্থাৎ ইএসআই-এর সামাজিক নিরাপত্তার ছাতার তলায় প্রায় ২০ হাজার ৮৯০-টি নতুন প্রতিষ্ঠানকে নিয়ে আসা হয়েছে এবং এইগুলিকে নিবন্ধন ভূক্ত করা হয়েছে। এই সব তথ্য ও পরিসংখ্যান সুনিশ্চিতভাবে এটাই প্রকাশ করছে যে দেশের যুবকদের জন্য আরোও অনেক অনেক কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে এবং উল্লিখিত মাসটিতে মোট ১৫ লক্ষ ৯২ হাজার নতুন কর্মী যুক্ত হয়েছে। নতুন কর্মীদের মোট নিবন্ধন ভুক্তদের সংখ্যাটা হল ৭ লক্ষ ৪৭ হাজার যার মধ্যে ৪৭ শতাংশের বয়স ২৫ বছর বয়ঃগোষ্ঠির অন্তর্গত।
বেতন সংক্রান্ত তথ্য পরিসংখ্যানকে লিঙ্গ ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে ২০২৩-এর নভেম্বর মাসে মোট ৩ লক্ষ ১৭ হাজার মহিলা সদস্য নাম নথিভূক্ত করিয়েছে। তথ্য পরিসংখ্যান আরোও জানাচ্ছে যে ২০২৩-এর নভেম্বর মাসে ইএসআই প্রকল্পের আওতায় ৫৮ জন তৃতীয় লিঙ্গের কর্মচারী নিবন্ধন ভূক্তির সুযোগ লাভ করেছে। এটা একই সঙ্গে এও দেখিয়ে দিচ্ছে যে সমাজের প্রতিটি অংশের কাছে ইএসআইসি তার সুযোগ ও সুবিধাবলী পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যেহেতু তথ্য পরিসংখ্যান সৃষ্টি একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া তাই বেতন সংক্রান্ত তথ্য পরিসংখ্যান প্রকৃতপক্ষে নিতান্তই অস্থায়ী ও শর্ত সাপেক্ষ বিষয়।
****
SKC/SRC/KMD
(Release ID: 1996602)
Visitor Counter : 64