প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

পিএম-জনমনের আওতায় পিএমএওয়াই (জি) এর ১ লক্ষ সুবিধাভোগীকে প্রথম কিস্তির টাকা প্রদান করবেন প্রধানমন্ত্রী

পিএম-জনমনের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 14 JAN 2024 7:33PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি ২০২৪৷৷ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫ জানুয়ারি, ২০২৪ দুপুর ১২ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের (পিএম-জনমান) আওতায় পিএম আবাস যোজনা - গ্রামীণ (পিএমএওয়াই - জি) এর ১ লক্ষ সুবিধাভোগীদের প্রথম কিস্তির টাকা প্রদান করবেন। প্রধানমন্ত্রী এই উপলক্ষে পিএম-জনমনের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়ও করবেন।

অন্ত্যোদয়ের দৃষ্টিভঙ্গির প্রতি প্রধানমন্ত্রীর প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে শেষ প্রান্তে থাকা শেষ ব্যক্তিকে ক্ষমতায়ন করার লক্ষ্যে ১৫ নভেম্বর, ২০২৩ তারিখে জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠীগুলির (পিভিটিজি) আর্থ-সামাজিক কল্যাণের জন্য পিএম-জনমন চালু করা হয়েছিল।

প্রায় ২৪,০০০ কোটি টাকার বাজেটে পিএম-জনমন ৯টি মন্ত্রকের মাধ্যমে ১১টি গুরুত্বপূর্ণ হস্তক্ষেপের উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং পিভিটিজি পরিবার এবং বসতিগুলিকে নিরাপদ আবাসন, বিশুদ্ধ পানীয় জল এবং স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির উন্নত সুবিধা, বিদ্যুৎ, সড়ক ও টেলিকম সংযোগের মতো মৌলিক সুবিধাগুলির সাথে সম্পৃক্ত করে পিভিটিজিগুলির আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করার লক্ষ্যে কাজ করছে এবং সনিশ্চিত জীবিকার সুযোগ প্রদান করছে৷

*****

SKC/DM/KMD


(रिलीज़ आईडी: 1996060) आगंतुक पटल : 168
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English