প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন

प्रविष्टि तिथि: 12 JAN 2024 12:28PM by PIB Agartala

নয়াদিল্লি, ১২ জানুয়ারী, ২০২৪।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বামী বিবেকানন্দের প্রতি তাঁর জন্মজয়ন্তী এবং জাতীয় যুব দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়াও শ্রী মোদী স্বামী বিবেকানন্দের উপর তাঁর দৃষ্টিভঙ্গি সম্বলিত একটি ভিডিও ভাগ করে নিয়েছেন।

এক্স-এ প্রধানমন্ত্রী পোস্ট করেছেন;

"ভারতীয় অধ্যায়ে এবং সংস্কৃতির বৌদ্ধিক ক্ষেত্র স্থাপনকারী স্বামী বিবেকানন্দের জন্ম-জয়ন্তী, রাষ্ট্রীয় যুব দিবসের এই অবসর কালে শত শত প্রণাম। শিক্ত আর আনন্দে পিরপূর্ণ তাঁর বিচার-বিবেচনা ও সংবাদ-সেন্দশ যুগ-যুগান্তর ধরে যুবকদের কিছু করার জন্য প্রেরণা দিতে থাকবে"।

*****

SKC/SRC/KMD


(रिलीज़ आईडी: 1995438) आगंतुक पटल : 146
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English