প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী, ওসমান মীরের গাওয়া ভক্তিমূলক ভজন "শ্রী রামজি পধারে" গানটি ভাগ করে নিয়েছেন
Posted On:
10 JAN 2024 12:56PM by PIB Agartala
নয়াদিল্লী, ১০ জানুয়ারী ২০২৪: ওসমান মীর কর্তৃক গীত এবং আউম দাভে কর্তৃক সুরারোপিত ভক্তিমূলক ভজন "শ্রী রামজি পধারে" গানটি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন;
“অযোধ্যা শহরে শ্রী রামজির আগমনকে কেন্দ্র করে সর্বত্র উদ্দীপনা ও আনন্দ বিরাজ করছে। ওসমান মীর জির এই সুমধুর রাম ভজন শুনে আপনি একটা ঐশ্বরিক অভিজ্ঞতা লাভ করুন।"
#ShriRamBhajan”
SKC/SRC/KMD
(Release ID: 1994775)
Visitor Counter : 93