প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

গীতাবেন রাবারির গাওয়া ভক্তিমূলক ভজন 'শ্রী রাম ঘর আয়ে' শেয়ার করলেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 07 JAN 2024 8:31PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৭ জানুয়ারি ২০২৪৷৷  প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী গীতাবেন রাবারির গাওয়া ভক্তিমূলক ভজন "শ্রী রাম ঘর আয়ে" শেয়ার করেছেন।

গানটির রচয়িতা মৌলিক মেহতা এবং গানের কথা ও সুর করেছেন সুনিতা জোশী (পান্ড্য)।

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করে বলেছেন,

অযোধ্যায় ভগবান শ্রীরামের ঐশ্বরিক মন্দিরে রামলালার আগমনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সারা দেশে আমার পরিবারের সদস্যরা অধীর আগ্রহে তাঁর প্রাণ প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছেন। ওনাকে স্বাগত জানানোর মুহূর্তে গীতাবেন রাবারিজির এই গানটি মনোমুগ্ধকর করে তুলবে৷

#ShriRamBhajan”

*****

SKC/DM/KMD


(रिलीज़ आईडी: 1994019) आगंतुक पटल : 101
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English