প্রধানমন্ত্রীর দপ্তর
স্বস্তির ভজন হৃদয়কে আবেগে ভরিয়ে দেয়: প্রধানমন্ত্রী
Posted On:
06 JAN 2024 5:48PM by PIB Agartala
নয়াদিল্লি, ৬ জানুয়ারী, ২০২৪।। প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদি স্বস্তি মেহুলের 'রাম আয়েঙ্গে' ভজনটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন;
“স্বস্তি জির এই ভজনটি একবার শুনলে অনেকক্ষণ কানে প্রতিধ্বনিত থাকে। চোখ অশ্রুতে ভরে যায় এবং মন আবেগে ভরে যায়।“
https://youtu.be/L2bcbXa2ou4?si=6XjBvZTY4oUDHeI3 "
SKC/KMD
(Release ID: 1993843)
Visitor Counter : 86