উপ-রাষ্ট্রপতির সচিবালয়
azadi ka amrit mahotsav

উপ-রাষ্ট্রপতি ৬ জানুয়ারি হিমাচল প্রদেশ সফর করবেন

উপ-রাষ্ট্রপতি হামিরপুরে ন্যাশনাল ইন্সস্টিটিউট অব টেকনোলজি-র পড়ুয়াদের সংগে মতামত বিনিময় করবেন

উপ-রাষ্ট্রপতি ‘এক সে শ্রেষ্ঠ’-এর ৫০০-তম কেন্দ্র উদ্বোধন করবেন

Posted On: 04 JAN 2024 2:42PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৩ জানুয়ারি, ২০২৪: ভারতের উপ-রাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনকর ৬ জানুয়ারি হিমাচল প্রদেশের হামিরপুর সফর করবেন।

তাঁর এক দিনের সফর কালে উপ-রাষ্ট্রপতি ন্যাশনাল ইন্সস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি), হামিরপুর-এর পরিদর্শন করবেন এবং সেখানে ‘বিকশিত ভারত@২০৪৭’-এ শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।

এ ছাড়াও উপরাষ্ট্রপতি হিমাচল প্রদেশে শিক্ষা সম্প্রসারণের জন্য পথ  প্রশস্তকারী উদ্যোগ ‘এক সে শ্রেষ্ঠ’-এর ৫০০-তম কেন্দ্রটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত থাকবেন। শ্রী ধনকর এই উপলক্ষে পড়ুয়াদের সংগে এক মতামত বিনিময় পর্বে যোগ দেবেন।

*****

SKC/SRC/KMD

 


(Release ID: 1993021) Visitor Counter : 123


Read this release in: English