প্রধানমন্ত্রীর দপ্তর
শ্রী রাম লালাকে স্বাগত জানাতে স্বাতী মিশ্রের ভক্তিমূলক ভজন মন্ত্রমুগ্ধ করে: প্রধানমন্ত্রী
Posted On:
03 JAN 2024 12:02PM by PIB Agartala
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী রাম লালাকে স্বাগত জানিয়ে স্বাতী মিশ্র গাওয়া একটি ভক্তিমূলক ভজন শেয়ার করেছেন। শ্রী মোদী বলেছেন যে এই ভজন মন্ত্রমুগ্ধকর।
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করে বলেছেন;
"শ্রী রাম লালাকে স্বাগত জানাতে স্বাতী মিশ্র জির এই ভক্তিমূলক ভজন মন্ত্রমুগ্ধ করে..."
SKC/KMD
(Release ID: 1992609)
Visitor Counter : 96