প্রধানমন্ত্রীর দপ্তর
বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী
সারা দেশ থেকে হাজার হাজার বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগী এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন
Posted On:
27 DEC 2023 8:10PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর ২০২৩৷৷ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন। প্রধানমন্ত্রী এই উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্যও রেখেছেন৷
সারা দেশ থেকে বিকশিত ভারত সংকল্প যাত্রার হাজার হাজার সুবিধাভোগী এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় স্তরের প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন৷
এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "উন্নত ভারতের সংকল্পের সঙ্গে যুক্ত হওয়ার এই অভিযান ক্রমাগত প্রসারিত হচ্ছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হওয়ার ৫০ দিনও হয়নি, কিন্তু এখনও পর্যন্ত এই যাত্রা ২.২৫ লক্ষ গ্রামে গিয়ে পৌঁছেছে। এটি নিজেই একটি রেকর্ড৷ তিনি সবাইকে, বিশেষত মহিলা এবং যুবকদের একে সফল করার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, বিকশিত ভারত সংকল্প যাত্রার লক্ষ্য হল সেই ব্যক্তির কাছে পৌঁছানো, যিনি কোনও কারণে ভারত সরকারের প্রকল্পগুলি থেকে বঞ্চিত হয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে এই সক্রিয় যোগাযোগের উদ্দেশ্য হল তাদের আশ্বস্ত করা যে কোনও অনুগ্রহ বা বৈষম্য ছাড়াই সরকারি প্রকল্পগুলি সকলের জন্য উপলব্ধ। তিনি আরও বলেন, 'যারা বাদ পড়েছেন তাদের আমি খুঁজছি। সুবিধাভোগীদের মধ্যে অভূতপূর্ব আস্থার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "সারা দেশের প্রতিটি সুবিধাভোগীর কাছে গত ১০ বছরে তাদের জীবনে পরিবর্তন সম্পর্কে একটি গল্প রয়েছে। এটি সাহসিকতায় ভরা একটি গল্প।
প্রধানমন্ত্রী বলেন, এই সুবিধাগুলি সুবিধাভোগীদের তাদের জীবনকে আরও উন্নত করার জন্য চাপ দিচ্ছে। তিনি বলেন, "আজ দেশের লক্ষ লক্ষ সুবিধাভোগী সরকারি প্রকল্পগুলিকে এগিয়ে যাওয়ার মাধ্যম হিসাবে ব্যবহার করছেন।
তিনি বলেন, যেখানেই মোদী কি গ্যারান্টি কি গাড়ি যাচ্ছে, সেখানেই মানুষের আস্থা বাড়ছে এবং মানুষের আশা পূরণ হচ্ছে। তিনি জানান, ভিবিএসওয়াই চলাকালীন উজ্জ্বলা গ্যাস সংযোগের জন্য ৪.৫ লক্ষ নতুন আবেদন জমা পড়েছে, ১ কোটি আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে, ১.২৫ কোটি স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, ৭০ লক্ষ মানুষের যক্ষ্মা পরীক্ষা করা হয়েছে এবং ১৫ লক্ষ সিকেল সেল অ্যানিমিয়া পরীক্ষা করা হয়েছে। তিনি আরও জানান যে একযোগে এবিএইচএ কার্ড ইস্যু করার ফলে সুবিধাভোগীদের মেডিকেল রেকর্ড তৈরি হবে। তিনি বলেন, এর ফলে সারা দেশে স্বাস্থ্য বিষয়ে নতুন সচেতনতা ছড়িয়ে পড়বে।
অনেক নতুন মানুষ এই সুবিধা পাচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী স্থানীয় সংস্থার প্রতিনিধিদের দায়িত্বের উপর জোর দেন এবং গ্রাম, ওয়ার্ড, শহর এবং এলাকার প্রতিটি যোগ্য ব্যক্তিকে চিহ্নিত করার জন্য তাদের প্রতি আহ্বান জানান।
গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার জন্য, ভারত সরকার গ্রামে মহিলাদের স্ব-কর্মসংস্থানের জন্য একটি বিশাল প্রচারাভিযান চালাচ্ছে। বিগত বছরগুলিতে দেশের প্রায় ১০ কোটি বোন, কন্যা ও দিদি স্বনির্ভর গোষ্ঠীতে যোগ দিয়েছেন। এই বোন ও কন্যাদের ব্যাঙ্কগুলি ৭.৫ লক্ষ কোটি টাকারও বেশি সহায়তা দিয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেন, "এই অভিযানকে আরও বিস্তৃত করতে আমি আগামী তিন বছরে ২ কোটি লক্ষপতি দিদি তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। তিনি নমো ড্রোন দিদি যোজনার কথাও উল্লেখ করেন যা গ্রামীণ মহিলাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে।
ক্ষুদ্র কৃষকদের সংগঠিত করার প্রচারাভিযানের বিশদ বিবরণ দিয়ে প্রধানমন্ত্রী এফপিও এবং পিএসির মতো সমবায় উদ্যোগ সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, "আমাদের প্রচেষ্টা হল সহযোগিতা ভারতের গ্রামীণ জীবনের একটি শক্তিশালী দিক হিসাবে আবির্ভূত হোক। এখন পর্যন্ত আমরা দুধ ও আখ ক্ষেত্রে সহযোগিতার সুফল দেখেছি। এখন এটি চাষের অন্যান্য ক্ষেত্র এবং মাছ উৎপাদনের মতো ক্ষেত্রগুলিতেও প্রসারিত হচ্ছে। আমরা আগামী সময়ে ২ লক্ষ গ্রামে নতুন প্যাকস তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। তিনি দুগ্ধ এবং স্টোরেজে সমবায় সমাধান প্রচারের প্রস্তাবগুলি সম্পর্কেও অবহিত করেন। খাদ্য প্রক্রিয়াকরণ খাতে ২ লক্ষেরও বেশি ক্ষুদ্র শিল্পকে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী৷
প্রধানমন্ত্রী ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট স্কিমের কথাও উল্লেখ করেন এবং 'ভোকাল ফর লোকাল'-এর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, মোদী কি গ্যারান্টি কি গাড়ি স্থানীয় পণ্য সম্পর্কে মানুষকে অবহিত করছে এবং এই পণ্যগুলি জিইএম পোর্টালেও নিবন্ধিত হতে পারে। মোদী কি গ্যারান্টি কি গাড়ির অব্যাহত সাফল্য আশা করেন প্রধানমন্ত্রী৷
*****
SKC/SP/KMD
(Release ID: 1991043)
Visitor Counter : 101