উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক
উত্তর-পূর্বাঞ্চলের শিক্ষার্থীদের এনইসি বৃত্তি
ত্রিপুরা থেকে মোট ১০৯৪ জন এনইসি বৃত্তি পেয়েছেন
Posted On:
21 DEC 2023 8:56PM by PIB Agartala
নয়াদিল্লি, ২১ ডিসেম্বর ২০২৩৷৷ ভারত সরকার নর্থ ইস্টার্ন কাউন্সিলের (এনইসি) মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ ও পেশাগত শিক্ষার জন্য বৃত্তি প্রদান করে। এই বৃত্তিগুলি মেধার ভিত্তিতে পাওয়া যায়। জাতীয় বৃত্তি পোর্টালে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে যোগ্যতা পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যাচাইকৃত আবেদনগুলির মধ্যে থেকে মেধা তালিকা তৈরি করা হয়।
বিভিন্ন স্তরে সংশ্লিষ্ট বিষয়/কোর্সে নতুন কিংবা পুরনোদের জন্য বৃত্তির বর্তমান হার হল স্নাতক স্তরের জন্য বছরে ২২ হাজার, স্নাতকোত্তর স্তরের জন্য বছরে ২৫ হাজার, এমফিল কিংবা পিএইচডি’র জন্য বছরে ৩০ হাজার ও ডিপ্লোমা কোর্সের জন্য বছরে ২০ হাজার টাকা৷
২০২১-২২ সাল থেকে ডিবিটি পোর্টালের মাধ্যমে বৃত্তি বিতরণ করা হচ্ছে এবং বিতরণের নতুন পদ্ধতিতে স্যুইচ করার কারণে বিলম্বের উদাহরণ রয়েছে যা এখন সুশৃঙ্খল করা হয়েছে এবং সিস্টেমটি মসৃণভাবে চলছে।
২০২০-২১ থেকে ২০২২-২৩ সময়কালে মোট ২৭,৭২৬ টি আবেদন জমা পড়েছিল, যার মধ্যে মোট ৪৭৫৬ জনকে বাছাই করা হয়েছে। ২০২০-২১ থেকে ২০২২-২৩ সময়কালে বিভিন্ন বিভাগে নির্বাচিত প্রার্থীদের সংখ্যার রাজ্যভিত্তিক বিবরণ অনুযায়ী ত্রিপুরা থেকে মোট ১০৯৪ জন বৃত্তি পেয়েছেন৷ এদের মধ্যে স্নাতক স্তরের রয়েছেন ৭২২ জন, স্নাতকোত্তর স্তরের ২৩৮ জন, এমফিল কিংবা পিএইচডির জন্য ৪ জন ও ডিপ্লোমা কোর্সের ১৩০ জন বৃত্তি পেয়েছেন৷
আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন প্রতিমন্ত্রী শ্রী বি এল ভার্মা।
*****
SKC/SP/KMD
(Release ID: 1989433)
Visitor Counter : 78