অসামরিক বিমান পরিবহন মন্ত্রক

সুরাট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করল মন্ত্রিসভা

Posted On: 15 DEC 2023 8:21PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর ২০২৩৷৷ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সুরাট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণাকরার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সুরাট বিমানবন্দর কেবল আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য একটি প্রবেশদ্বার হয়ে উঠবে না বরং সমৃদ্ধ হীরা এবং টেক্সটাইল শিল্পের জন্য নিরবচ্ছিন্ন রফতানি-আমদানি কার্যক্রমও সহজতর করবে। এই কৌশলগত পদক্ষেপটি অভূতপূর্ব অর্থনৈতিক সম্ভাবনাকে উন্মোচিত করবে, সুরাটকে আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে একটি প্রধান স্থান হিসেবে গড়ে তুলবে এবং এই অঞ্চলের সমৃদ্ধির একটি নতুন যুগকে উৎসাহিত করবে৷

সুরাট, ভারতের একটি দ্রুত বর্ধনশীল শহর, অসাধারণ অর্থনৈতিক দক্ষতা এবং শিল্পের বিকাশ ঘটছে এখানে৷ অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি, বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করা এবং কূটনৈতিক সম্পর্ককে জোরদার করার জন্য সুরাট বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদায় উন্নীত করার বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল৷ যাত্রী পরিবহন এবং কার্গো অপারেশন বৃদ্ধির সাথে সাথে বিমানবন্দরের আন্তর্জাতিক পদবী আঞ্চলিক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে উঠবে৷

*****

SKC/DM/KMD



(Release ID: 1987076) Visitor Counter : 59


Read this release in: English