প্রধানমন্ত্রীর দপ্তর
সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি তাঁর পূণ্য তিথিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী
Posted On:
15 DEC 2023 2:40PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর, ২০২৩।। সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি তাঁর পূণ্য তিথিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শ্রী মোদী বলেছেন, সর্দার বল্লভভাই প্যাটেলের দিকদর্শনকারী নেতৃত্ব এবং দেশের ঐক্যের প্রতি তাঁর অবিচল দায়বদ্ধতা আধুনিক ভারতের ভিত রচনা করেছিল।
এক্স-এ প্রধানমন্ত্রী পোস্ট করেছেন;
“মহান সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি তাঁর পূণ্য তিথিতে শ্রদ্ধার্ঘ্য। তাঁর দিকদর্শনকারী নেতৃত্ব এবং দেশের ঐক্যের প্রতি তাঁর অবিচল দায়বদ্ধতা আধুনিক ভারতের ভিত রচনা করেছিল। তাঁর দৃষ্টান্তমূলক কাজ আমাদের একটি আরোও শক্তিশালী, আরোও ঐক্যবদ্ধ দেশ গঠন করতে দিক নির্দেশ করে। আমরা তাঁর এক সমৃদ্ধ ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে তাঁরজীবন ও কর্ম থেকে অবিরত অনুপ্রেরণা নিয়ে চলেছি।”
*****
SKC/SRC
(Release ID: 1986634)
Visitor Counter : 84