রেল মন্ত্রক
১৫ ডিসেম্বর, ২০২৩ তারিখে ভারত মন্ডপমে ৬৮ তম জাতীয় রেল পুরষ্কার প্রদান করবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব
Posted On:
14 DEC 2023 4:03PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর ২০২৩৷৷ আগামী ১৫ ই ডিসেম্বর, ২০২৩ তারিখে ৬৮ তম রেলওয়ে সপ্তাহের কেন্দ্রীয় অনুষ্ঠানে অতি বিশিষ্ট রেল সেবা পুরষ্কার -২০২৩ অনুষ্ঠানে রেলকর্মীদের পুরষ্কার প্রদান করবেন কেন্দ্রীয় রেল, যোগাযোগ ও ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব। নির্দিষ্ট ক্ষেত্রে সেরা পারফরম্যান্সের জন্য জোনাল রেলওয়ে/পিএসইউগুলিকে শিল্ডও দেওয়া হবে। রেল, কয়লা ও খনি প্রতিমন্ত্রী শ্রী রাওসাহেব পাতিল দানভে এবং রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী শ্রীমতী দর্শনা জারদোশ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও এবং সদস্যগণ, সমস্ত জোনাল রেলওয়ের মহানির্দেশক এবং রেলওয়ের উৎপাদন ইউনিট এবং রেলওয়ের পিএসইউগুলির প্রধানরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
দেশের বিভিন্ন জোনাল রেলওয়ে, প্রোডাকশন ইউনিট এবং রেলওয়ে পিএসইউ-র ১০০ জন কর্মীকে ২১টি শিল্ডসহ অসামান্য সেবার জন্য পুরস্কৃত করা হবে। ১৮৫৩ সালের ১৬ এপ্রিল ভারতের প্রথম ট্রেন চলাচলের স্মরণে প্রতি বছর ১০ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত রেল সপ্তাহ পালন করা হয়। রেল ওয়ে সপ্তাহের সময়, সারা ভারতীয় রেল জুড়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Click Here to View the List of Shield Winners - 2023:
Click Here to View the Final List of Awardees:
*****
SKC/DM/KMD
(Release ID: 1986577)
Visitor Counter : 75