প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

১১ ডিসেম্বর 'বিকশিত ভারত @২০৪৭: ভয়েস অফ ইয়ুথ' এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এই উদ্যোগের লক্ষ্য হল দেশের যুবকদের বিকশিত ভারত @২০৪৭-এর দৃষ্টিভঙ্গিতে ধারণা দেওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করা

সারা দেশের রাজভবনগুলিতে আয়োজিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইনস্টিটিউট প্রধানদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Posted On: 10 DEC 2023 6:16PM by PIB Agartala

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর ২০২৩৷৷ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ ডিসেম্বর, ২০২৩ সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে 'বিকশিত ভারত @২০৪৭: ভয়েস অফ ইয়ুথ'-এর সূচনা করবেন। সারা দেশে রাজভবনগুলিতে আয়োজিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইনস্টিটিউটের প্রধান এবং ফ্যাকাল্টি সদস্যদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, যা এই উদ্যোগের সূচনার প্রতীক হবে।

জাতীয় পরিকল্পনা, অগ্রাধিকার ও লক্ষ্য প্রণয়নে দেশের যুবসমাজকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। এই দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে, 'বিকশিত ভারত @২০৪৭: ভয়েস অফ ইয়ুথ' উদ্যোগটি দেশের যুবকদের ২০৪৭ সালের 'বিকশিত ভারত'-এর রূপকল্পে আইডিয়া দেওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করবে। কর্মশালাগুলি ২০৪৭ সালের জন্য তরুণদের তাদের ধারণা এবং পরামর্শগুলি ভাগ করে নেওয়ার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

২০৪৭ সালে স্বাধীনতার ১০০ তম বার্ষিকীর মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্য ভারত@২০৪৭। অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, পরিবেশগত স্থিতিশীলতা এবং সুশাসন সহ উন্নয়নের বিভিন্ন দিক কে এই দৃষ্টিভঙ্গিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

*****

SKC/DM/KMD


(Release ID: 1984781) Visitor Counter : 118


Read this release in: English