প্রধানমন্ত্রীর দপ্তর

গুজরাটের ভারুচের ভিবিএসওয়াই সুবিধাভোগী আইটিআই-প্রত্যয়িত কৃষক শ্রী আলপেশভাই চান্দুভাই নিজামার সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী

Posted On: 09 DEC 2023 7:51PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৯ ডিসেম্বর ২০২৩৷৷ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার (ভিবিএসওয়াই) সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন। সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির স্যাচুরেশন অর্জনের জন্য দেশজুড়ে বিকশিত ভারত সংকল্প যাত্রা করা হচ্ছে যাতে এই প্রকল্পগুলির সুফল নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত লক্ষ্যযুক্ত সুবিধাভোগীদের কাছে পৌঁছে যায়।

আইটিআই-প্রত্যয়িত কৃষক এবং হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারী শ্রী আলপেশভাই চান্দুভাই নিজামার সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী কৃষিক্ষেত্রে যোগদানের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চান। আলপেশভাই উত্তর দিয়েছেন যে তিনি চাকরি ছেড়ে ৪০ একর পৈতৃক জমিতে কৃষক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে তিনি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়ের সুবিধা গ্রহণ করেছেন যেখানে তিনি ভর্তুকি মূল্যে কৃষি সরঞ্জাম কিনেছেন। তিনি আরও যোগ করেছেন যে তিনি গভীর সেচ প্রকল্পে ৩ লক্ষ টাকা ভর্তুকি পেয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, "আপনার বয়সে আমি জানতাম না যে লক্ষ টাকা দেখতে কেমন এবং আপনি লক্ষ লক্ষ টাকার কথা বলছেন।‘

প্রধানমন্ত্রী আলপেশভাইয়ের ভর্তুকি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁর সহকৃষকদের সর্বাধুনিক কৃষি কৌশল এবং আধুনিক সরঞ্জাম সম্পর্কে পরামর্শ দেওয়ার আহ্বান জানান। শ্রী আলপেশভাই ২০০৮ সাল থেকে এটিএমএ (এগ্রিকালচারাল টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি) প্রকল্পগুলির সাথে তাঁর সম্পর্কের কথা উল্লেখ করেন, যেখানে তিনি অন্যান্য অঞ্চল এবং রাজ্যের কৃষি কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলেন। ভারুচে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এটিএমএ কর্তৃক 'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

ব্যাকগ্রাউন্ডে তাঁর মেয়ের হাসিমুখ দেখে প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে কথা বলেন এবং তাঁকে 'ভারত মাতা কি জয়' স্লোগানে নেতৃত্ব দিতে বলেন। ফলস্বরূপ, সমগ্র জনতা উল্লাসে ফেটে পড়ে এবং প্রধানমন্ত্রীকে অপরিসীম আনন্দ দেয়।

শ্রী আলপেশভাইয়ের মতো ব্যক্তিরা কৃষির দিকে ঝুঁকে পড়া যুবকদের জন্য অনুপ্রেরণা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি কৃষকদের আধুনিক কৌশল, উদ্ভাবন ও নতুন চিন্তার মাধ্যমে মাঠ থেকে বাজার পর্যন্ত (বীজ সে বাজার তক) উন্নত পরিবেশ প্রদানের আশ্বাস দেন। তিনি আরও বলেন, "শিক্ষিত যুবকদের কৃষিতে প্রবেশ এই সংকল্পকে শক্তি জোগায়।" কৃষিক্ষেত্রে ড্রোন ব্যবহারের দিকে নজর দেওয়ার জন্য কৃষকদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী কৃষকদের আগামী ৫টি গ্রামে 'মোদী কি গ্যারান্টি' গাড়ির জমকালো অভ্যর্থনার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

*****

SKC/DM



(Release ID: 1984595) Visitor Counter : 59


Read this release in: English