তথ্য ও সম্প্রচার মন্ত্রক"

ট্রান্সজেন্ডার ভিবিএসওয়াই বেনিফিশিয়ারির দৃষ্টান্তমূলক মনোভাবের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

চণ্ডীগড়ের ট্রান্সজেন্ডার ভিবিএসওয়াই বেনিফিশিয়ারি চায়ের দোকানের মালিক মোনার সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী

'সবকা সাথ সবকা বিকাশ'-এর সরকারের চেতনা সমাজের প্রতিটি স্তরে প্রবেশ করেছে: প্রধানমন্ত্রী

Posted On: 09 DEC 2023 7:36PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৯ ডিসেম্বর ২০২৩,পিআইবি৷৷ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার (ভিবিএসওয়াই) সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন। সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির স্যাচুরেশন অর্জনের জন্য দেশজুড়ে বিকশিত ভারত সংকল্প যাত্রা করা হচ্ছে যাতে এই প্রকল্পগুলির সুফল নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত লক্ষ্যযুক্ত সুবিধাভোগীদের কাছে পৌঁছে যায়।

চণ্ডীগড়ের ট্রান্সজেন্ডার ভিবিএসওয়াই বেনিফিশিয়ারি মোনা, যিনি মূলত ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা, প্রধানমন্ত্রীকে চণ্ডীগড়ে একটি চায়ের দোকানের মালিকানা সম্পর্কে অবহিত করেন যা সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে।

প্রধানমন্ত্রীর অনুসন্ধানের পরে মোনা জানান যে তিনি পিএম স্বনিধি প্রকল্পের মাধ্যমে ১০,০০০ টাকা ঋণ নিয়েছিলেন যা চায়ের দোকান স্থাপনে সহায়তা করেছিল। মোনা আরও যোগ করেন যে এটি সিটি কর্পোরেশনের একটি ডাক ছিল যারা ঋণের প্রাপ্যতা সম্পর্কে জানিয়েছিল। মোনার চায়ের দোকানে সর্বাধিক লেনদেন ইউপিআই-এর মাধ্যমে হয় উল্লেখ করে শ্রী মোদী জানতে চান যে ব্যাঙ্কগুলি অতিরিক্ত ঋণের জন্য তাঁর কাছে পৌঁছেছে কিনা। মোনা জানান, তার পরবর্তী ঋণ বিতরণের পরিমাণ ছিল যথাক্রমে ২০,০০০ এবং ৫০,০০০ টাকা। শ্রীমতী মোনা শূন্য সুদ নিয়ে তৃতীয় পর্যায়ে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।

ট্রান্সজেন্ডার সমাজের আরও বেশি সংখ্যক মানুষকে এই ধরনের সরকারি সুবিধা পেতে অনুপ্রাণিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী সরকারের 'সবকা সাথ, সবকা বিকাশ'-এর চেতনার কথা তুলে ধরেন, যেখানে সমাজের প্রতিটি স্তরে উন্নয়ন পৌঁছেছে। তিনি সন্তোষ প্রকাশ করেন যে, মোনার প্রচেষ্টা ও অগ্রগতির ক্ষেত্রে সরকারের প্রচেষ্টা সঠিক দিকে এগিয়ে যাচ্ছে। আসাম রেলওয়ে স্টেশনের সমস্ত দোকান ট্রান্সজেন্ডার সমাজের লোকদের হাতে তুলে দেওয়ার রেলওয়ের সিদ্ধান্ত সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী জানান এবং এই ব্যবসাটি ক্রমবর্ধমান। তিনি মিস মোনাকে তার সফল বিকাশের জন্য অভিনন্দন জানিয়েছেন৷

*****

SKC/DM



(Release ID: 1984583) Visitor Counter : 58


Read this release in: English