রেলমন্ত্রক

১৩০৯টি রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উন্নয়নের জন্য চিহ্নিত করা হয়েছে

Posted On: 08 DEC 2023 3:15PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ ডিসেম্বর, ২০২৩

 

রেল মন্ত্রক দেশের বিভিন্ন রেল স্টেশনের উন্নয়নের জন্য অমৃত ভারত স্টেশন প্রকল্পের সূচনা করেছে। এপর্যন্ত এই প্রকল্পের আওতায় ১৩০৯টি স্টেশনকে চিহ্নিত করা হয়েছে। মন্ত্রক বিভিন্ন স্টেশনের আধুনিকীকরণের কাজ নিয়মিত করে থাকে। একাজে সরকারি-বেসরকারি অংশিদারীত্বে নানা ধরনের নির্মাণ কাজ করা হয়। রেল স্টেশনগুলির উন্নয়নের সময় যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য, ট্রেনের নিরাপত্তার দিকটি বিবেচনা করা হয়। এক্ষেত্রে দমকল বিভাগ, বন বিভাগ, বিমানবন্দর সহ বিভিন্ন সংস্থার থেকে ছাড়পত্র প্রয়োজন হয়। এই প্রকল্প বাস্তবায়নের সময় নিকাশী ব্যবস্থাপনা, অপটিক্যাল ফাইবার লাইন, গ্যাস পাইপ লাইন, বিদ্যুৎ সরবরাহ লাইন স্থানান্তরিত করতে হয়। এছাড়াও এই কাজ করার সময় ট্রেন চলাচল এবং যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়। তাই সংশ্লিষ্ট প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য এই মূহূর্তে কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়নি।

যে ১৩০৯টি স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে তার মধ্যে – 
পশ্চিমবঙ্গে ৯৮টি রেল স্টেশন রয়েছে। এগুলি হল আদ্রা, আলিপুরদুয়ার জংশন, আলুয়াবাড়ি রোড, অম্বিকা কালনা, আনারা, অন্ডাল জংশন, আন্দুল, আসানসোল জংশন, আজিমগঞ্জ, বাগনান, বালি, ব্যান্ডেল জংশন, বনগাঁ জংশন, বাঁকুড়া, বরাভূম, বর্ধমান, ব্যারাকপুর, বেলদা, বহরমপুর কোর্ট, বেথুয়াডহরি, ভালুকা রোড, বিন্নাগুড়ি, বিষ্ণুপুর, বোলপুর শান্তিনিকেতন, বার্নপুর, ক্যানিং, চন্দননগর, চাঁদপাড়া, চন্দ্রকোনা রোড, দলগাঁও, ডালখোলা, ডানকুনি, ধুলিয়ান গঙ্গা, ধুপগুড়ি, দীঘা, দিনহাটা, দমদম জংশন, ফালাকাটা, গড়বেতা, গেদে, হলদিয়া, হলদিবাড়ি, হরিশচন্দ্রপুর, হাসিমারা, হিজলি, হাওড়া, জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, জঙ্গিপুর রোড, ঝালদা, ঝাড়গ্রাম, জয়চন্ডী পাহাড়, কালিয়াগঞ্জ, কল্যাণী ঘোষপাড়া, কল্যাণী জংশন, কামাক্ষাগুড়ি, কাটোয়া জংশন, খাগড়াগড় রোড, খড়গপুর, কলকাতা, কৃষ্ণনগর সিটি জংশন, কুমেদপুর, মধুকুন্ডা, মালদা কোর্ট, মালদা টাউন, মেচেদা, মেদিনীপুর, নবদ্বীপ ধাম, নৈহাটি জংশন, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, নিউ ফারাক্কা, নিউ জলপাইগুড়ি, নিউ মাল জংশন, পানাগড়, পান্ডবেশ্বর, পাঁশকুড়া, পুরুলিয়া জংশন, রামপুরহাট, সাঁইথিয়া জংশন, শালবনী, সামসি, শিয়ালদা, শালিমার, শান্তিপুর, শেওড়াফুলি জংশন, শ্রীরামপুর, সিউড়ি, সোনারপুর জংশন, সুইসা, তমলুক, তারকেশ্বর, তুলিন, উলুবেড়িয়া, বালুরঘাট, শিলিগুড়ি, মধ্যমগ্রাম এবং বারাসাত।

ত্রিপুরায় চারটি স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে আনা হয়েছে। এগুলি হল – আগরতলা, ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর।

আসামে যে ৫০টি স্টেশনের অমৃত ভারত প্রকল্পে উন্নয়নের কাজ করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল – নিউ হাফলং, নিউ করিমগঞ্জ, শিলচর এবং গুয়াহাটি।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন রেল, যোগাযোগ, বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব।

PG/CB/SKD



(Release ID: 1984288) Visitor Counter : 220


Read this release in: English , Urdu