সংস্কৃতি মন্ত্রক
কেন্দ্রীয় বিদেশ বিষয়ক ও সংস্কৃতি মন্ত্রকের প্রতি মন্ত্রী শ্রীমতী মীনাক্ষী লেখি দক্ষীণ দিল্লিতে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’-র একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন
“ভারতকে একটি উন্নত দেশে রূপান্তরিত করতে, ভারতকে অবশ্যই এগিয়ে যেতে, ভারতকে অবশ্যই সামনের দিকে চলতে এবং আমাদের সন্তানদের অবশ্যই সুস্বাস্থ্য পেতেআমাদের সবার একই রকম দায়িত্ব”
Posted On:
06 DEC 2023 10:07AM by PIB Agartala
নয়াদিল্লি, ০৫ ডিসেম্বর, ২০২৩।। কেন্দ্রীয় বিদেশ বিষয়ক ও সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী মঙ্গলবার দক্ষীণ দিল্লির শাহপুর জাঠ গ্রামে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’-র একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিনি এই অনুষ্ঠানে ‘বিকশিত ভারত’-এর শপথ গ্রহণ পরিচালনা করেন এবং সরকারের নানাবিধ প্রকল্পের সুবিধা প্রাপকদের সংগে মতামত বিনিময় করেন। অনুষ্ঠানটিতে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, আমাদের দেশকে দীর্ঘ ৭০ থেকে ৭৫ বছর এমন একজন নেতার জন্য অপেক্ষা করতে হয়েছে যিনি দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং সেটা ঘটেছিল ২০১৪-য়। তিনি বলেন, ২০১৪-র আগে এ দেশে কোনো রকম নিশ্চয়তা ছিল না, কোনো কিছুতে গ্যারেন্টি বলে কিছুই ছিল না, কিন্তু আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এখানে গ্যারেন্টি আছে, আমরা সুনিশ্চিত যে এখানে চুরি হবে না। আয়ুষ্মান প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী সমগ্র পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত হেল্থ গ্যারেন্টি দিয়েছেন এবং ৫৫ কোটিরও বেশি মানুষকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। শ্রীমতী লেখি বলেন, আয়ুষ্মান ভারত যোজনা দিল্লিতে বাস্তবায়িত করা হয়নি, কারণ দিল্লি সরকার এটাকে পছন্দ করে না। তিনি বলেন, আমাদের দায়িত্ব হল জনগণকে এই যোজনা সম্পর্কে সচেতন করা, আর এটা করলেই তারা এই যোজনার সুযোগ সুবিধা নিতে পারবে। আমরা এই কাজটা করতে সফল হবই, তাহলে আমাদের জীবনও সাফল্য মন্ডিত হবে। তিনি বলেন, ভারত সরকার রোগ-ব্যাধি খুঁজতে মানুষের ঘরে ঘরে যাচ্ছে এবং বাড়ির পাশেই স্বাস্থ্য শিবির স্থাপন করছে। মন্ত্রী বলেন, যে সব মানুষ মোদী-জির দেওয়া গ্যারেন্টির সুযোগ সুবিধা পায়নি কেন্দ্রীয় সরকার সেই সব মানুষের সবার কাছে তাদের প্রাপ্য সুবিধাগুলি পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আগে ৪৪ রকমের কর ছিল, কিন্তু এখন একটিই মাত্র কর আছে, আর সেটা হল জিএসটি, এই কারণে সরকারের কর আদায়ের পরিমাণও উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে এবং সরকারও ভাঙা সড়ক মেরামত করা, জনগণকে সুস্থ রাখার মতো জনকল্যাণমূলক ক্ষেত্রে বিপুল পরিমাণে বিনিয়োগ করছে। তিনি আরোও বলেন, “ভারতকে একটি উন্নত দেশে রূপান্তরিত করতে, ভারতকে অবশ্যই এগিয়ে যেতে, ভারতকে অবশ্যই সামনের দিকে চলতে এবং আমাদের সন্তানদের অবশ্যই সুস্বাস্থ্য পেতে আমাদের সবার একই রকম দায়িত্ব। আমাদের ভাল ডাক্তার ও ইঞ্জিনিয়ার থাকতে হবে, প্রতিটি কোণ রাখতে হবে পরিচ্ছন্ন, আসুন আমরা সবাই এক উন্নত ভারত গড়তে অবদান রাখি। ” শ্রীমথি লেখি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টা ও প্রয়াসের কারণে আমাদের দেশ আন্তর্জাতিক মঞ্চে সম্মান অর্জন করেছে।
ভারত সরকার যে নানাবিধ প্রকল্পের সূচনা করেছে সেগুলির বিষয়ে জনগণকে সচেতন করতে এবং সুবিধা প্রাপকদের কাছে তা পূর্ণ মাত্রায় পৌঁছে দেওয়ার সম্পৃক্তি আর্জন করতে সারা দেশ ব্যাপী ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’-র সূচনা করা হয়েছে। গত ২৮ নভেম্বর দিল্লিতে পতাকা আন্দোলিত করে শহরাঞ্চল আই-ই-সি ভ্যানের যাত্রারম্ভ করানোর মাধ্যমে এই অভিযানের সূচনা করেন দিল্লির উপ-রাজ্যপাল শ্রী ভি কে সাক্সেনা।

প্রচারণার অংশ হিসাবে ৫টি বিশেষভাবে ডিজাইন করা আইইসি (তথ্য, শিক্ষা, যোগাযোগ) ভ্যান দিল্লির ১১টি জেলা জুড়ে ৬০০ টিরও বেশি স্থানজুড়ে ভ্রমণ করছে। শহুরে প্রচারাভিযানের লক্ষ্য হল প্রাসঙ্গিক কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক প্রকল্প যেমন পিএম-স্বনিধি, মুদ্রা ঋণ, স্ট্যান্ড আপ ইন্ডিয়া এবং স্টার্ট আপ ইন্ডিয়া, ডিজিটাল পেমেন্ট বিপ্লব, পিএম ই-বাস সেবা, আয়ুষ্মাণ ভারত, পিএম আবাস(শহুরে)পিএম- উজ্জ্বলা যোজনা ইত্যাদির সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং পরিপূর্ণতা অর্জন করা।
পিএম স্বানিধি ক্যাম্প, হেলথ ক্যাম্প, আয়ুষ্মান কার্ড ক্যাম্প, আধার আপডেট ক্যাম্প, পিএম উজ্জ্বলা ক্যাম্পের মতো স্পট পরিষেবাদির অংশ হিসাবে স্থানীয় নগর ও জেলা প্রশাসনের মাধ্যেম দিল্লির বিভিন্ন স্থানে ভ্যান দ্বারা পরিদর্শন করা এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। জাতীয় রাজধানীর মানুষ বিশেষ করে মহিলারা এই বিকশিত ভারত সংকল্প যাত্রায় উত্সাহের সাথে অংশগ্রহণ করছে।
SKC/SRC
(Release ID: 1983095)
Visitor Counter : 92