গ্রাম উন্নয়ন মন্ত্রক
৭ম ভূমি সংবাদ: উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ভূমি শাসন–
"আগামীকালের জন্য ডিজিটাইজেশন সমাধান" শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর, ২০২৩
प्रविष्टि तिथि:
22 NOV 2023 8:44PM by PIB Agartala
নয়াদিল্লি, ২২ নভেম্বর ২০২৩।। গ্রামোন্নয়ন মন্ত্রকের ভূমি সম্পদ বিভাগ ২৪ শে নভেম্বর, ২০২৩ তারিখে নয়াদিল্লীর বিজ্ঞান ভবন অ্যানেক্সে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মর্ডানাইজেশন প্রোগ্রাম (ডিআইএলআরএমপি) এর অধীনে অগ্রগতি এবং অন্যান্য উদ্যোগ / ইস্যুগুলির অংশ হিসাবে উত্তর-পূর্বের রাজ্যগুলি এবং স্বায়ত্তশাসিত পার্বত্য জেলা পরিষদগুলির (এডিসি) সাথে একটি পর্যালোচনা সভার আয়োজন করছে। ভূমি সম্পদ বিভাগের সচিব শ্রী অজয় তিরকির সভাপতিত্বে দেশে ভূমি প্রশাসন ও শাসনের আলোচনা ও উপস্থাপনা সিরিজের অধীনে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল, মন্ত্রক ও বিভাগ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিয়ে এই জাতীয় সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই সম্মেলনে ডিআইএলআরএমপি এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির এডিসিদের অন্যান্য উদ্যোগের পর্যালোচনা এবং বিশেষত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য ডিজিটাইজেশন সমাধানের উপর দৃষ্টি নিবদ্ধ করা হবে। সম্মেলনে নিজ নিজ এডিসিতে ডিআইএলআরএমপি বাস্তবায়নের জন্য এডিসিদের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হবে। যে সব কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে, তার মধ্যে থাকবে বছরভিত্তিক কর্মপরিকল্পনা/ভৌত/আর্থিক লক্ষ্যমাত্রা ও সকল উপাদানের অগ্রগতি এবং মানবসম্পদের প্রাপ্যতা/নিয়োগ, সক্ষমতা বৃদ্ধি এবং পরিকল্পনা সম্পন্ন করার সময়সীমা। সম্মেলনে জ্ঞান ও ধারণা বিনিময়, উদ্ভাবন প্রদর্শন, সফল কেস স্টাডি শেয়ার, সমাধান চিহ্নিতকরণ, ভবিষ্যত কৌশল নিয়ে আলোচনা এবং বিভিন্ন বিষয়ে পারস্পরিক শিক্ষার সুযোগ প্রদান করা হবে।
সম্মেলনে আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও সিকিম থেকে রাজ্যগুলির রাজস্ব ও নিবন্ধন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নিবন্ধন মহাপরিদর্শক সহ অংশগ্রহণকারীরা অংশ নেবেন। সম্মেলনে এডিসির প্রধান নির্বাহী কর্মকর্তা/নির্বাহী কমিটির সচিব/নির্বাহী সচিব (এডিসি) উপস্থিত থাকবেন। সম্মেলনে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন মুসুরির (এলবিএসএনএএ) বিএন যুগন্ধর সেন্টার ফর রুরাল স্টাডিজ, সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া, ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক এবং মেঘালয়ের শিলংয়ের নর্থ ইস্ট কাউন্সিলের প্রতিনিধিরাও অংশ নেবেন।
SKC/DM
(रिलीज़ आईडी: 1978934)
आगंतुक पटल : 112
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English